পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

প্রয়োজন শেষ বলে মমতার তালিকায় কমেছে মুসলিম প্রার্থী, তোপ অধীরের - হিন্দু

তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষিত হতেই দিকে দিকে ছড়াচ্ছে ক্ষোভ-বিক্ষোভ ৷ টিকিট না পেয়ে কেউ কাঁদছেন, কেউ বা পা বাড়াচ্ছেন অন্য শিবিরে ৷ এবার এ নিয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও ৷ তাঁর অভিযোগ, মোদির সঙ্গে লড়তে নিজেকে এখন হিন্দু প্রমাণ করতে মরিয়া মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তাই তালিকা থেকে বাদ গিয়েছেন মুসলিম প্রার্থীরা ৷ পাশাপাশি, তৃণমূলের প্রার্থীতালিকায় তারকা সমাবেশ ও এক প্রাক্তন আইপিএসের সংযোজন নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি অধীর ৷

west bengal assembly election 2021_wb-msd-adhir-on tmc-02-wb10031
প্রয়োজন শেষ, তাই মমতার তালিকায় কমেছে মুসলিম প্রার্থী, তোপ অধীরের

By

Published : Mar 6, 2021, 11:03 PM IST

বহরমপুর, 6 মার্চ: তৃণমূলের প্রার্থীতালিকাকে হাতিয়ার করে সরাসরি মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ তাঁর অভিযোগ, শুধুমাত্র ক্ষমতায় আসার জন্যই সংখ্যালঘু ভোটব্য়াঙ্ককে ব্য়বহার করেছিলেন মমতা ৷ আর সেই কারণেই এতদিন তাঁর প্রার্থীতালিকায় গুরুত্ব পেতেন ইসলাম ধর্মাবলম্বীরা ৷ কিন্তু এবার দিদির লড়াই মোদির সঙ্গে ৷ আর এই লড়াইয়ে সফল হতে তাঁকে নিজেকে হিন্দু প্রমাণ করতে হবে ৷ অধীরের ব্যাখ্য়া, ঠিক এই কারণেই তৃণমূলের এবারের তালিকায় কমেছে মুসলিম প্রার্থীদের নাম ৷ বদলে বেড়েছে হিন্দুদের প্রাধান্য ৷ প্রয়োজন ফুরোতেই মুসলিমদের ছাঁটতে শুরু করেছেন মমতা ৷ নিজেকে এখন মোদির থেকেও বড় মাপের হিন্দু প্রমাণ করতে চাইছেন তিনি ৷

মমতার তারকাখচিত প্রার্থীতালিকা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি অধীর ৷ তাঁর আক্ষেপ, যেসব রাজনৈতিক কর্মীরা এতদিন মাঠে-ঘাটে মমতার হয়ে লড়েছেন, আজ তাঁরাই দলে ব্রাত্য ৷ বদলে টিকিট পেয়ে ভোটের লড়াইয়ে নামছেন ‘অ্য়ামেচার’ তারকারা ৷ এমনকী, মমতার প্রার্থীতালিকায় জায়গা করে নিয়েছেন দুর্নীতিগ্রস্ত প্রাক্তন আমলা, আধিকারিকরাও ৷ এই প্রসঙ্গে, মুর্শিদাবাদের দায়িত্বে থাকা প্রাক্তন এক আমলার কথা বলেছেন অধীর ৷ তাঁর নাম উচ্চারণ না করলেও অধীরের অভিযোগ, যে আমলা এক সময় গরুপাচার, মাদকপাচার ও সন্ত্রাসের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, আজ তিনিই মমতার দলের ভোটপ্রার্থী, তাঁর আদরের ভাই ৷

মমতাকে তোপ অধীরের ৷

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর ৷ পুলিশের চাকরিতে ইস্তফা দিয়ে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি ৷ এক্ষেত্রে উল্লেখ্য়, কর্মজীবনে থাকাকালীন একটা লম্বা সময় মুর্শিদাবাদের কাটিয়ে ছিলেন হুমায়ুন ৷ জড়িয়েছিলেন নানা বিতর্কে ৷ তাঁকে নিয়ে বিভিন্ন মহলে অভিযোগও ছিল বিস্তর ৷ এখন সেই হুমায়ুনই ডেবরায় মমতার তুরুপের তাস ৷

আরও পড়ুন:দলনেত্রী অনুরোধ করলেও বেচারামের হয়ে প্রচার নয়, সাফ জানালেন মাস্টারমশাই

ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, অধীররঞ্জন ‘আমলা’ বলতে এই প্রাক্তন আইপিএসকেই বুঝিয়েছেন ৷ তাঁর অভিযোগ, রাজনীতি করে তৃণমূলের টিকিট পাওয়ার দিন শেষ ৷ এখন তৃণমূলের টিকিট পেতে গেলে হয় অভিনেতা, আর না হয় পুলিশ হতে হবে ৷ কিংবা মোটা টাকার মালিক হতে হবে ৷ সেটা টাকা সাদা না কালো, তা দেখার দরকার নেই ৷

অধীরের বরাবরের অভিযোগ, তৃণমূলের কোনও আদর্শ নেই ৷ মমতার প্রার্থীতালিকা ঘোষণার পর আবারও সেই একই অভিযোগ করেছেন তিনি ৷ অধীরের দাবি, সিপিএমকে ক্ষমতাচ্যুত করাই ছিল মমতার একমাত্র লক্ষ্য ৷ তা ইতিমধ্যেই পূরণ হয়ে গিয়েছে ৷ এবার তাই শুধুমাত্র ভাইপোর উন্নতির জন্য কাজ করছেন মমতা ৷ আর তা করতে গিয়েই অবহেলা করছেন দলের একনিষ্ঠ সৈনিকদের ৷

ABOUT THE AUTHOR

...view details