পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / crime

জয়নগরে গৃহকর্তার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা পরিচারিকা - পরিচারিকাকে ধর্ষণ গৃহকর্তার

জয়নগরে (Jaynagar Rape) গৃহকর্তার লালসার শিকার পরিচারিকা (Maid Servant Raped) ৷ 6 মাস ধরে লাগাতার ধর্ষণে 30 বছরের যুবতি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন ৷ পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার ৷

maid-servant-who-raped-by-man-for-6-months-became-pregnant
জয়নগরে গৃহকর্তার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা পরিচারিকা

By

Published : Jul 11, 2021, 1:32 PM IST

জয়নগর, 11 জুলাই: পরিচারিকাকে 6 মাস ধরে লাগাতার ধর্ষণের (Maid Servant Raped) অভিযোগ উঠল গৃহকর্তার বিরুদ্ধে ৷ চোখে কম দেখেন নির্যাতিতা ৷ সম্প্রতি বছর 30-এর সেই যুবতি অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই বিষয়টি জানাজানি হয় ৷ জয়নগরের (Jaynagar Rape) মহড়ু গ্রামের ঘটনা ৷ অভিযুক্ত পলাতক ৷

ক্ষীণ দৃষ্টিশক্তি ৷ সঙ্গে রয়েছে অভাব অনটন ৷ লোকের বাড়ি পরিচারিকার কাজ করেই দিন গুজরান করেন ওই যুবতি । গৃহকর্তা যে এ ভাবে তাঁর দুর্বলতার সুযোগ নেবে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তিনি ৷ অভিযোগ, সনাতন সরকার নামে এলাকারই এক গৃহকর্তা 6 মাস ধরে যুবতিকে ধর্ষণ করেছে । স্থানীয়রা জানিয়েছেন, পরিবারের আর্থিক সংকট ঘোচাতে বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন মেয়েটি । চোখে ভালো দেখতে পান না তিনি । পরিবারে রয়েছেন ভাই ও মা ।

অভিযুক্ত সনাতন সরকারের বাড়িতে কাজ করতেন ওই যুবতি । অভিযোগ, বাড়িতে যখন কেউ থাকত না, সেই সুযোগে দিনের পর দিন তাঁকে ধর্ষণ করে সনাতন । এরপরই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন পরিচারিকা । এই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার ভাই ।

আরও পড়ুন:ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, বদলি এসএসকেএম-এর 2 ডাক্তার

নির্যাতিতা তাঁর জবানবন্দিতে বলেছেন, “আমি চোখে কম দেখি, লোকের বাড়ি খেটে খাই । ওই বাড়িতে গেলেই লোকটা জোর করত । ভয় দেখাত । কাউকে জানালে আমাকে প্রাণে মেরে দেবে বলে হুমকি দিত । ভয়ে কিছু বলতে পারিনি । কিছুদিন আগে খুব শরীর খারাপ হয় । তখন ডাক্তারের কাছে গিয়ে জানতে পারি, আমি সন্তানসম্ভবা । ওই লোকটা আমায় আর আমার মাকে টাকা দিয়ে বাচ্চাটা মেরে ফেলার কথা বলে । আমি বারণ করেছি । কিন্তু, আমি এই অবস্থায় থাকলে কী করে সংসার চলবে ! লোকটার শাস্তি চাই ।”

নির্যাতিতার ভাই বলেছেন, “আমার বোনের সঙ্গে ওই সনাতন সরকার অন্যায় করেছে । ওর শাস্তি চাই । পুলিশে অভিযোগ করেছি ।”

আরও পড়ুন:সালানপুরে ডাবরের খোলামুখ খনি থেকে কিশোরীর দেহ উদ্ধার

জয়নগর থানার পুলিশ সূত্রে খবর, থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে । নির্যাতিতার বয়ান খতিয়ে দেখা হচ্ছে । অভিযুক্ত পলাতক ৷ তার খোঁজ করছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details