হালোল(গুজরাত), 16 জানুয়ারি: বন্ধুর কাছে সমকামী শারীরিক সম্পর্ক (Same Sex Relationship) চেয়েছিল এক যুবক ৷ পরিণতি হল মৃত্যু ৷ ঘটনায় চাঞ্চল্য গুজরাতের পঞ্চমহল জেলায় । পুলিশ জানিয়েছে বারংবার সমকামী শারীরিক সম্পর্কের দাবি করায় বন্ধুর উপর বিরক্ত হয়েই এই কাণ্ড ঘটিয়েছেন ভীমাভাই রাথওয়া রণছোড় নামে বছর ঊনষাটের এক ব্য়ক্তি ৷ মৃত যুবকের নাম সুমন চন্দ্রসিং পারমার (34) ৷
জানা গিয়েছে, গত 7 জানুয়ারি সুমন চন্দ্রসিং পারমারের দাদা ভাইয়ের নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন পাভাগড় থানায় । তিনি অভিযোগে জানান, গত পাঁচ দিন ধরে তাঁর ভাই সুমন নিখোঁজ । সুমনের সন্ধানে পুলিশ হালোল পল্লী একটি দল তৈরি করে খোঁজ শুরু করে। পরিবারের সদস্যরাও সুমনকে আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজতে থাকেন। পুলিশ কোনওভাবেই ওই যুবকের ঠিকানা খুঁজে না পেয়ে আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে জিজ্ঞাসা শুরু করে ।
জিজ্ঞাসাবাদ করার পর একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর সন্দেহ হয় পুলিশের । যিনি থাকেন হালোলের রাথোয়া ফালিতে । জিজ্ঞাসাবাদের পর পুলিশ এই ব্যক্তির উপর নজর রাখতে শুরু করে । পুলিশ দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করলে প্রাপ্তবয়স্ক রণছোড় ভেঙ্গে পড়ে এবং সত্য বেরিয়ে আসে ৷ পুলিশকে তিনি জানান, নিহত সুমন বারবার সমকামী সম্পর্কের দাবি করছিল । এই সম্পর্কের জন্য বলপ্রয়োগ করত সুমন । এমন চাপের কাছে মাথা নত করতে না চাইলেও সুমনের ক্রমাগত চাওয়া-পাওয়ায় ক্লান্ত হয়ে পড়ে তিনি । এটি শেষ করার সিদ্ধান্ত নেন ।