শিলিগুড়ি, 26 মার্চ : শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি চেকপোস্টে উদ্ধার 30 লাখ টাকার চোরাই কাঠ । ঘটনায় গ্রেফতার ট্রাক চালক ।
বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ । বাঁশের আড়ালে চোরাই কাঠ পাচারের ছক বানচাল করল গোয়েন্দা বিভাগ । শুক্রবার গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে, ৩০ লাখ টাকার চোরাই কাঠ সহ একজনকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগের পুলিশকর্মীরা । ওই বিপুল পরিমাণ মেঘালয় থেকে কলকাতা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল কাঠ মাফিয়াদের । তার আগেই খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি চেকপোস্ট সন্দেহভাজন ট্রাক আটক করে পুলিশ । গাড়ির ভিতরে বাঁশ দিয়ে ঢাকা ছিল কাঠগুলি । তল্লাশি চালালে বেরিয়ে আসে লুকিয়ে রাখা কাঠ । আপাত দৃষ্টিতে বোঝাই দায় যে ট্রাকটিতে বিপুল পরিমাণ কাঠ লুকিয়ে রাখা হয়েছে । উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা ।