পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

করোনা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ রাজ্য সরকার, দাবি অশোকের - শিলিগুড়ি পৌরনিগম

করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ রাজ্য সরকার ও শিলিগুড়ি পৌরনিগম । দাবি অশোক ভট্টাচার্যের (Ashok Bhattacharya) । প্রশাসক বোর্ডের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তিনি ৷

west bengal govt failed to prevent coronavirus, claims ashok bhattacharya
করোনা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ রাজ্য সরকার, দাবি অশোক ভট্টাচার্যের

By

Published : Jun 30, 2021, 8:55 PM IST

শিলিগুড়ি, 30 জুন :রাজ্যের প্রতিটি পৌরসভা ও পৌরনিগমে করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রাক্তন কাউন্সিলরদের কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত করার নির্দেশিকা জারি করা হলেও শিলিগুড়ি পৌরনিগমে এখনও তা কার্যকর করা হয়নি । অভিযোগ শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের (Ashok Bhattacharya) । তাঁর আরও অভিযোগ, করোনা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ রাজ্য সরকার ও শিলিগুড়ি পৌরনিগম ৷

এ দিন দার্জিলিং জেলা সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন তিনি । পাশাপাশি করোনা পরিস্থিতির মোকাবিলায় বর্তমান রাজ্য সরকার এবং শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ড সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তাঁর । বর্তমান পৌরনিগমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর কাছে লিখিত অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন অশোক ভট্টাচার্য ।

আরও পড়ুন:লোকসভার প্রচারে পুষ্পক রথে চড়বেন মমতা, কটাক্ষ শুভেন্দুর ; জবাব কুণালের

তিনি বলেছেন, "সম্প্রতি শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ড বায়ো মাইনিং প্রকল্পের সূচনা করেছে । কিন্তু বাম পরিচালিত পৌরবোর্ডের সময়ে কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুদানের সেই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেছিলাম আমি । অথচ রাজ্য সরকারের কাছ থেকে এখনও পর্যন্ত একটিও নতুন প্রকল্প অনুমোদন বা নতুন প্রকল্পের জন্য আর্থিক অনুদান আনতে পারেনি বর্তমান প্রশাসক বোর্ড ।"

আরও পড়ুন:দশম শ্রেণি থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা

তিনি আরও বলেন, "বিধানসভা নির্বাচনের পর রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে সমস্ত পৌরসভাতে কাউন্সিলরদেরই কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত করার কথা জানানো হয়েছিল । কিন্তু শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ড এখনও সেই নির্দেশিকা কার্যকর করেনি ।" অশোক ভট্টাচার্যের এই অভিযোগের জবাব দিয়ে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য তথা দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন, "আসলে শিলিগুড়ির মানুষ অশোক ভট্টাচার্যকে ভুলতে বসেছেন । সে জন্য এ সব বলে খবরের শিরোনামে থাকতে চাইছেন তিনি ।"

ABOUT THE AUTHOR

...view details