শিলিগুড়ি, ১৫ মার্চ : নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারে ঝড় তুলছে রাজনৈতিক দলগুলি । সোমবার বিকেলে সংযুক্ত মোর্চার শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী অশোক ভট্টাচার্যের সমর্থনে রোড শো হয় শহরে ।
আজ ঢাক বাজিয়ে বেলুন নিয়ে রোড শো করেন অশোক ভট্টাচার্য । জলপাই মোড় থেকে রোড শো শুরু হয় । রোড শো-টি পৌরনিগমের চার এবং ছয় নম্বর ওয়ার্ড পরিক্রমা করে । যদিও বামেদের তরফে আয়োজিত এই রোড শোকে 'ফ্লপ শো' বলে কটাক্ষ করেছে অন্য রাজনৈতিক দলগুলি । একদা অশোক ভট্টাচার্যের ছায়াসঙ্গী শঙ্কর ঘোষ বিজেপিতে যোগদানের পর অশোক ভট্টাচার্যের রোড শোতে সেরকম কর্মী সমর্থকদের দেখা না মেলায়, দলে শংকর ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে । বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রাজু সাহা বলেন, "অশোক বাবুর পিছনে এখন আর লোক নেই । রোড শো নয় ফ্লপ শো হয়েছে ।"
অন্যদিকে, ঘাসফুল শিবির ওম প্রকাশ মিশ্রকে প্রার্থী করায় অশোক ভট্টাচার্যকে কার্যত ওয়াক ওভার দেওয়ার অভিযোগ তুলেছে অন্যান্য রাজনৈতিক দল । যদিও অশোক ভট্টাচার্য বলেন, "কে প্রার্থী হল বা কে হল না তাতে কিছু যায় আসে না । তবে ওয়াক ওভার পেলে আফসোস হয় । খেলেই জিততে চাই ।" বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাজু সাহা বলেন, "অশোক বাবুর পিছনে আর লোক দেখা যাচ্ছে না । রোড শো পুরোপুরি ফ্লপ শো হয়েছে ।"
শিলিগুড়িতে প্রচারে অশোক ভট্টাচার্য আরও পড়ুন : নির্বাচনের আগে পুলিশের রাফ রেজিস্টার আপডেট রাখার নির্দেশ লালবাজারের
গত বিধানসভা, পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনে পর পর জয়লাভ করেছে বাম কংগ্রেস জোট । গতবার শিলিগুড়ি মডেলকে সামনে রেখে লড়াই করলেও এবার জোট হয়েছে সংযুক্ত মোর্চা । গতবার বিধানসভা নির্বাচনে বাইচুং ভুটিয়াকে পরাজিত করেছিলেন অশোক ভট্টাচার্য । এবার সংযুক্ত মোর্চা হলেও শিলিগুড়িতে যাতে অন্য কোনও রাজনৈতিক দল দাঁত না ফোটাতে পারে তারই মরিয়া চেষ্টা করে যাচ্ছে বাম শিবির ।