শিলিগুড়ি, 7 মার্চ:একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ ঘিরে সরগরম কলকাতা, তখনই শিলিগুড়িতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে পালটা উত্তাপ ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগেই ঘোষণা করেছিলেন, আজ জ্বালানি ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলাদের নিয়ে সিলিন্ডার মিছিলে হাঁটবেন তিনি ৷ তার আগে সেই তাপমাত্রার পারদ আরও একটু চড়াতে বিজেপিকে তুলোধোনা করে টুইট করলেন তিনি ৷
টুইটে তৃণমূল নেত্রী লিখেছেন, "নিয়মিত এলপিজি-র দাম বাড়িয়ে জনতাকে লুঠ করছে বিজেপি ৷ এতে সবচেয়ে বেশি আঘাত নেমে এসেছে মহিলাদের উপর ৷ কর কাটছাঁট করে সেই বোঝা কমাতে কেন্দ্রের কোনও উদ্যোগ না-দেখে আমি খুবই বিরক্ত ৷ প্রতিবাদে আজ শিলিগুড়িতে মহিলাদের নিয়ে মিছিল করছি ৷ এখনই এলপিজি-র দাম কমান !"