পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Siliguri Agitation বিক্ষোভ শুরুর আগেই গ্রেফতার জমিদাতারা, শিলিগুড়িতে অশান্তি - প্রতিবাদ

18 বছরেও প্রতিশ্রুতি পূরণ করেনি সরকার ৷ প্রতিবাদে বুধবার অবস্থান বিক্ষোভে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন দু'টি সরকারি প্রকল্পের জমিদাতারা ৷ কিন্তু, পুলিশের হস্তক্ষেপে ভেস্তে যায় সমস্ত পরিকল্পনা ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য় ছড়ায় শিলিগুড়িতে (Siliguri Agitation) ৷ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন পুলিশকর্মীরা (Police Agitators Clash) ৷

unrest in Siliguri after Police Agitators Clash
Siliguri Agitation বিক্ষোভ শুরুর আগেই গ্রেফতার জমিদাতারা, শিলিগুড়িতে অশান্তি

By

Published : Aug 17, 2022, 7:52 PM IST

শিলিগুড়ি, 17 অগস্ট: জমিদাতাদের আইন অমান্য কর্মসূচি শুরু হওয়ার আগেই তাঁদের গ্রেফতার করল পুলিশ ৷ ঘটনা ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়াল শিলিগুড়ি (Siliguri Agitation) শহরে ৷ পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিক্ষোভকারীরা (Police Agitators Clash) ৷ যার জেরে এক মহিলা পুলিশকর্মী ও কয়েকজন মহিলা বিক্ষোভকারী জখমও হলেন ৷ তবে, পুলিশের হস্তক্ষেপে এদিনের মতো বিক্ষোভকারীদের প্রতিবাদ কর্মসূচি ভেস্তে যায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝাড় কাওয়াখালি এলাকায় উপনগরী তৈরি করার জন্য 2004 সালে 302 একর জমি অধিগ্রহণ করে তৎকালীন রাজ্য সরকার ৷ সেই প্রক্রিয়া সারা হয়েছিল 'শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ' (Siliguri Jalpaiguri Development Authority) বা এসজেডিএ (SJDA)-এর মাধ্যমে ৷ একইভাবে তিস্তা মহানন্দা প্রকল্পের অধীনে বাঁধ তৈরির জন্য ওই সময়েই আরও 200 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল ৷ বড়পথুরামজোত, দারাবক্স, রহমুজোত ও পোড়াঝাড় এলাকায় এই 200 একর জমি অধিগ্রহণ করেছিল রাজ্য সরকার ৷

আরও পড়ুন:Balasan Bridge ফের 4 দিনের জন্য বন্ধ থাকবে বালাসন সেতু

জমিদাতাদের দাবি, সেই সময় তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সংশ্লিষ্ট প্রত্যেকটি পরিবারকে একটি করে ফ্ল্যাট এবং পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়া হবে ৷ কিন্তু, গত 18 বছরে সেই প্রতিশ্রুতি পূরণ করেনি রাজ্য সরকার ৷ এদিকে, যাঁরা এই দুই প্রকল্পের জন্য জমি দান করেছিলেন, তাঁদের আশা ছিল মাথার উপর পাকা ছাদ পাবেন ৷ পরিবারের জন্য নিশ্চিত উপার্জনের বন্দোবস্তও হবে ৷ কিন্তু, তেমন কিছুই হয়নি ৷ বরং ভিটে, মাটি হারিয়ে এখন তাঁরা সর্বস্বান্ত ৷

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ ৷

এই প্রেক্ষাপটে গত ন'মাস ধরে জমি ফেরতের দাবিতে আন্দোলন শুরু করেছেন জমিদাতারা ৷ পোড়াঝাড় কাওয়াখালি ভূমিরক্ষা কমিটি ও তিস্তা মহানন্দা ক্ষতিগ্রস্ত ভূমিরক্ষা কমিটি নামে দু'টি সংগঠন তৈরি করেছেন তাঁরা ৷ তারই আওতায় চলছে হারানো জমি ফেরত পাওয়ার আন্দোলন ৷ বুধবার একটি অবস্থান বিক্ষোভের আয়োজন করেছিলেন জমিদাতারা ৷ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মূল ফটকের বাইরে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু, এদিন আন্দোলনকারীরা স্টেডিয়ামের বাইরে জমায়েত শুরু করতেই পুলিশ তাঁদের বাধা দেয় ৷ এর জেরেই দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ ৷

পোড়াঝাড় কাওয়াখালি ভূমিরক্ষা কমিটির সম্পাদক স্বপ্না পাইন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তাঁদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে ৷ জমি অধিগ্রহণের সময় যেসমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার একটিও এখনও পর্যন্ত পূরণ করা হয়নি ৷ এদিনের কর্মসূচির জন্য পুলিশের কাছে আগাম অনুমতি নেওয়া ছিল বলেও জানিয়েছেন স্বপ্না ৷ কিন্তু, তারপরও তাঁদের বিক্ষোভ প্রদর্শন করতে দেওয়া হয়নি ৷ পুলিশের এই আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিক্ষোভকারীরা ৷

ABOUT THE AUTHOR

...view details