শিলিগুড়ি, 19 জুন : ফের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইক্রোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল ৷ এই রোগে আক্রান্ত হয়ে একই রাতে মৃত্যু হল দু’জনের । এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ি শহরে ৷ কারণ, দু’জনেই স্থানীয় বাসিন্দা ৷ ফলে ওই এলাকায় আরও কেউ আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া নিউ রঙ্গিয়া এলাকার বাসিন্দা জিতেন্দ্র দেব সিংহ (33) ও ওই ব্লকেরই কাওয়াখালির বাসিন্দা জগদীশ মল্লিক ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ।
আরও পড়ুন :ব্ল্যাক ফাংগাসের চিকিত্সায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে 2 কমিটি গঠন রাজ্যের
জানা গিয়েছে যে, জিতেন্দ্র দেব সিংহ 5 জুন করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালের কোভিড ব্লকে ভর্তি হন । কিন্তু তাঁর শারীরিক অবস্থা খারাপ থাকায় তাঁকে কোভিড ব্লক থেকে অন্যত্র সরানো যায়নি ।
হাসতাপাতাল সূত্রে খবর, এরপরই তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন । তাঁর হাই ডায়াবেটিস ছিল । এরপর শুক্রবার মাঝরাতে তিনি মারা যান ৷ অন্যদিকে, জগদীশ মল্লিক 26 মে করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি হন । হাই ডায়াবেটিসের সঙ্গে ফুসফুসেও সংক্রমণ হয় তাঁর । তিনিও শুক্রবার মাঝরাতে মারা যান ।