শিলিগুড়ি, 18 জুন : দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) ৷ এমনটাই জানালেন শিলিগুড়ি পৌরনিগমের মুখ্য প্রশাসক গৌতম দেব ৷ আগামী 21 জুন মমতার প্রশাসনিক বৈঠকে শিলিগুড়ি যাওয়ার কথা ছিল ৷ আজ গৌতম দেবকে ফোনে এ কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রসঙ্গত, আগামী 26 জুন ভরা কোটাল রয়েছে ৷ ফলে দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে ৷ সেই সঙ্গে বর্ষার কারণে জলস্তর অনেকটাই বাড়তে পারে ৷
তৃতীয়বার সরকার গঠনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ যেখানে শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করার কথা ছিল তাঁর ৷ কিন্তু রাজ্যে, বিশেষ করে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা ভাবাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ৷ আর সেই কারণে 21-26 জুন পর্যন্ত 5 দিনের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনটাই জানালেন শিলিগুড়ি পৌরনিগমের মুখ্য় প্রশাসক গৌতম দেব ৷ তাঁর কথায়, ভরা কোটাল এবং বর্ষা এই দু’য়ের জেরে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ৷ তাই মুখ্য়মন্ত্রী তাঁকে ফোন করে সফর আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছেন ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে মুখ্য়মন্ত্রী উত্তরবঙ্গ সফরে যাবেন ৷
আরও পড়ুন :Mamata Banerjee : দ্বিগুণ হচ্ছে কৃষকবন্ধু-র প্রাপ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর