শিলিগুড়ি, 6 অক্টোবর : মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানে মৃত্যু হয়েছে আট জনের (Malbazar Flash Flood Accident) । নিখোঁজ এখনও বহু । সেখানে এখনও চলছে উদ্ধারকাজ । ঘটনায় শোকস্তব্ধ গোটা রাজ্য । আর এই অবস্থায় উত্তরবঙ্গ জুড়ে দুর্গাপুজোর কার্নিভাল (North Bengal Durga Puja Carnival) বাতিলের দাবি উঠেছে । দুর্গাপুজোর কার্নিভাল বাতিলের দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব বহু মানুষ ।
উত্তরবঙ্গে দুর্গাপুজোর কার্নিভাল বাতিলের দাবিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট উত্তরবঙ্গে দুর্গাপুজোর কার্নিভাল বাতিলের দাবিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট যেখানে উত্তরের এক জেলাতে স্বজন হারানোর কান্না, সেই জায়গায় মানুষ কার্নিভালে উল্লাসে মাতবে, এটা মেনে নিতে পারছে না উত্তরবঙ্গবাসীদের একাংশ । তাই কার্নিভাল বন্ধ করার আর্জি বা দাবি উঠেছে । তবে শিলিগুড়িতে কার্নিভাল নিয়ে শেষ পর্যায়ের প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে শিলিগুড়ি পৌরনিগম (Siliguri Municipal Corporation), পুলিশ প্রশাসনের তরফে । বৃহস্পতিবার কার্নিভাল নিয়ে শেষ পর্যায়ের প্রস্তুতি সেরেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Siliguri Mayor Goutam Deb) । মালবাজারের ঘটনার পর অতিরিক্ত তৎপরতা ও সতকর্তা অবলম্বন করা হচ্ছে পুলিশ-প্রশাসনের তরফে ।
উত্তরবঙ্গে দুর্গাপুজোর কার্নিভাল বাতিলের দাবিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট উত্তরবঙ্গে দুর্গাপুজোর কার্নিভাল বাতিলের দাবিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কলকাতার হেরিটেজ শিরোপা পাওয়ার পরই গোটা এবার দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে রাজ্য সরকার তরফে উদ্যোগ অনেক বেশি । কিন্তু এরই মাঝে মালবাজারের ঘটনা কার্নিভালের আমেজ ম্লান করে দিয়েছে । সোশ্যাল মিডিয়া কার্নিভাল বাতিলের পোস্টে ভরে গিয়েছে । অন্তত উত্তরবঙ্গের কোনও জেলাতে যাতে কার্নিভাল না করা হয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই দাবি করেছেন অনেকে ।
উত্তরবঙ্গে দুর্গাপুজোর কার্নিভাল বাতিলের দাবিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট উত্তরবঙ্গে দুর্গাপুজোর কার্নিভাল বাতিলের দাবিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট যদিও এদিন প্রশাসনিক বৈঠকের পর গৌতম দেব বলেন, "চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে । চারটি সাংস্কৃতিক সংস্থা ও 27টি পুজো উদ্যোক্তা কার্নিভালে অংশগ্রহণ করছে ।" পাশাপাশি তিনি বলেন, "মালবাজারের ঘটনার পরই মালবাজার পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে । ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এমারজেন্সি ইউনিট খোলা হয়েছে ।"
উত্তরবঙ্গে দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বক্তব্য আরও পড়ুন :বিসর্জনের কার্নিভাল বন্ধের দাবিতে জেলাশাসককে চিঠি বিদ্বজনেদের