শিলিগুড়ি, 28 ডিসেম্বর : আলাদা নয় ৷ 2015’র পথে হেঁটে আসন সমঝতা করেই শিলিগুড়ি পৌরনিগমের ভোটে লড়বে বাম ও কংগ্রেস ৷ সোমবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে নির্ঘণ্ট ঘোষণার পর জরুরি বৈঠক ডেকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ৷ জেলার বাম ও কংগ্রেস নেতৃত্ব ৷ রাজ্য রাজনীতিতে দুই দল আলাদা হয়ে যাওয়ার পর, শিলিগুড়ির নির্বাচনেও পৃথক লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাম ও কংগ্রেস (SMC Election 2022) ৷ কিন্তু, হঠাৎই কী এমন ঘটল যে, নিজেদের অবস্থান থেকে সরে ফের একবার আসন সমঝতায় যাওয়ার সিদ্ধান্ত নিল বাম ও কংগ্রেস ?
সূত্রের খবর, রাজ্য রাজনীতিতে যে বাম ও কংগ্রেসের সংগঠন বলে আর কিছু নেই, তা বুঝে গিয়েছে দুই শিবির (Left Front and Congress Reunite in Siliguri to Save Existence) ৷ এমনকি শিলিগুড়ির বাম গড়েও গেরুয়া হাওয়া ঢুকে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে, একে অপরকে আঁকড়ে ধরতে চাইছে বাম-কংগ্রেস ৷ প্রসঙ্গত, গত পৌরনিগম নির্বাচনে আসন সমঝতা করে বাম ও কংগ্রেস মোট 27টি আসন পেয়েছিল ৷ তৃণমূল পায় 17টি, বিজেপি 2টি ও নির্দল একটি আসন ৷ পরে 2 বাম কাউন্সিলর তৃণমূলে যোগ দেন ৷ তবে, সংখ্যার বিচারে বোর্ড বামেদের দখলেই থাকে ৷
আরও পড়ুন : Ashok Bhattacharya on Siliguri Vote : শিলিগুড়ি ভোটে লড়বেন কি, দু’দিন অপেক্ষার বার্তা অশোকের