পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এবার ভুয়ো বিচারক সেজে প্রতারণা শিলিগুড়িতে, বিহার থেকে গ্রেফতার 2

ভুয়াো বিচারক ও অকশন অফিসার সেজে প্রতারণার অভিযোগে ভিন রাজ্য থেকে 2 জনকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ৷

siliguri-police-arrested-fraud-magistrate-from-bihar
ভুয়ো বিচারক সেজে প্রতারণা শিলিগুড়িতে, বিহার থেকে গ্রেফতার 2

By

Published : Jul 8, 2021, 12:40 PM IST

শিলিগুড়ি, 8 জুলাই : ভুয়ো আইএএস অফিসার এবং ভুয়ো সিবিআই কর্তার পর এ বার আদালতের বিচারক এবং অকশন অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ । এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে । প্রতারণা করা হয়েছে প্রায় কোটি টাকা । তদন্তে নেমে প্রতারণা রহস্যের কিনারা করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের বাজেয়াপ্ত করা গাড়ি এবং গম নিলামে পাইয়ে দেওয়ার নাম করে শিলিগুড়ির 3 ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 94 লক্ষ টাকা নেওয়া হয়েছিল । এই ঘটনায় ভিন রাজ্যে অভিযান চালিয়ে 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। বিহারের কিষানগঞ্জের অ্যাডিশনাল সেশন আদালতের বিচারক ও অকশন অফিসারের ভুয়ো পরিচয় দিয়ে ওই প্রতারণা করা হয়েছিল বলে অভিযোগ ।

তদন্তে নেমে গোপন সূত্রে খবর পেয়ে বিহারের কিষানগঞ্জে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সমীর কুমার দুবে এবং মহম্মদ ফাহেক আলমকে গ্রেফতার করেছেন গোয়েন্দা বিভাগের আধিকারিকরা । সমীর কুমার দুবে কিষানগঞ্জ এবং ফাহেক ডালখোলার বাসিন্দা বলে জানা গিয়েছে । ধৃতদের কিষানগঞ্জ আদালতে তুলে তিনদিনের রিমান্ডে শিলিগুড়িতে নিয়ে আসা হয়েছে ।

আরও পড়ুন:দেবাঞ্জন অস্বস্তি বাড়িয়েছিল তৃণমূলের, এবার বিজেপির কাঁটা সনাতন

জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগে শিলিগুড়ি সেবক রোডের এক ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হয় সমীর কুমার দুবের । এরপর ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে শিলিগুড়িতে আসা-যাওয়া লেগেই থাকত তার । গত জুন মাসে ওই ব্যবসায়ীকে নিলামের মাধ্যমে প্রায় কোটি টাকার গাড়ি এবং গম পাইয়ে দেওয়ার প্রলোভন দেয় সমীর । পরিকল্পনা মতো সমীরের সেই ফাঁদে পা দেন ব্যবসায়ী ।

বাজেয়াপ্ত গাড়ি এবং গম নিলামে পাইয়ে দিতে এক কোটি টাকা দাবি করে সমীর । টাকা জোগাড় করতে নিজের আরও দুই বন্ধুকে সঙ্গে নেন ওই ব্যবসায়ী । সেইমতো এক ব্যবসায়ী কাছ থেকে 45 লাখ আর একজনের কাছ থেকে 41 লাখ এবং তৃতীয় জনের কাছ থেকে 5 লাখ টাকা নেয় সমীর । টাকা হাতে পেতেই গা ঢাকা দেয় সে । প্রতারিত হওয়ার বিষয়টি আঁচ করতে পেরে জুন মাসে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ীরা ।

আরও পড়ুন :সারদার সুদীপ্ত সেনের পথে হেঁটেই কি প্রতারণার জাল বিস্তার দেবাঞ্জনের ?

শিলিগুড়িতে আনা হল ধৃতদের

অভিযোগ পেয়ে তদন্তে নামে ভক্তিনগর থানার পুলিশ । প্রতারণা ঘটনায় ভিন রাজ্যের যোগ থাকায় তদন্তভার দেওয়া হয় কমিশনারেটের গোয়েন্দা বিভাগকে । এরপর টানা তদন্তের পর বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে কিষানগঞ্জে অভিযান চালিয়ে অভিযুক্ত 2 জনকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগ । রাতেই তাদের ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি নিয়ে আসা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা জানতে পেরেছেন, ওই দুই প্রতারকের বিরুদ্ধে 2019 সাল থেকে আরও পাঁচটি প্রতারণার অভিযোগ রয়েছে । এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ ।

ABOUT THE AUTHOR

...view details