শিলিগুড়ি, 17 মার্চ : ক্ষমতায় এসেই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকাকে মান্যতা দিল শিলিগুড়ি পৌরনিগমের তৃণমূল পরিচালিত বোর্ড ৷ সেই কারণে মহানন্দার দূষণ রুখতে এবার নদীর পাড় থেকে খাটাল সরানোর নির্দেশ দিল শিলিগুড়ি পৌরনিগম (Siliguri Municipal Corporation Takes Decision to end Pollution from Mahananda) ৷ এর জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিল তারা । 15 এপ্রিলের মধ্যে সমস্ত খাটাল সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । প্রয়োজনে খাটাল মালিকদের অন্যত্র গিয়ে তাঁদের ব্যবসা গড়তে সাহায্যও করা হবে বলে জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Siliguri Mayor Goutam Deb) ।
দীর্ঘ চল্লিশ বছর ধরে নোংরা, আবর্জনায় বেহাল দশা শহরের প্রধান নদী মহানন্দার । একই পরিস্থিতি ফুলেশ্বরী, জোড়াপানি, পঞ্চনই নদীরও । এবার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকা অনুযায়ী, সমস্ত নদী সংস্কারে তৎপর হল পৌরনিগম । পৌরনিগমের 1, 3, 42, 43, 44, 46 এবং 47 ওয়ার্ডের খাটাল মালিকদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক সেরেছেন গৌতম দেব । বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পৌর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া-সহ অন্যান্যরা । দীর্ঘক্ষণ চলে বৈঠক । ওই বৈঠকে খাটাল মালিকদের নিজেদের উদ্যোগে খাটাল সরিয়ে নেওয়ার আবেদন জানানো হয় ।