শিলিগুড়ি, 18 এপ্রিল: গতকাল নবান্নে ভিডিয়ো কনফারেন্স চলাকালীন শিলিগুড়ি সহ দার্জিলিং জেলায় লকডাউন মানা হচ্ছে না বলে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই বিষয়ে পুলিশকে নজরদারি বাড়াতে নির্দেশ দেন তিনি । মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আজ সকাল থেকে দিনভর অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ । লকডাউন না মানায় শতাধিক মানুষকে গ্রেপ্তার করল পুলিশ ৷
আজ সকাল থেকেই প্রধান নগর সহ শিলিগুড়ির বিভিন্ন এলাকায় অভিযানে নামে একাধিক থানার পুলিশ । এর পাশাপাশি ট্রাফিক পুলিশ এবং মহিলা থানার কর্মীরাও বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেন । যে সমস্ত মানুষ লকডাউন না মেনে নানা অজুহাতে রাস্তায় বের হয়েছেন, তাদের গ্রেপ্তার করে পুলিশ । সবমিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা শতাধিক বলে জানা গিয়েছে । আটক করা হয়েছে বহু মোটরবাইক, গাড়ি, টোটো এবং রিকশা ।