শিলিগুড়ি, 3 মে : ওড়িশায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী । পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়েছে । তাই যাত্রী নিরাপত্তার স্বার্থে শিলিগুড়ি-কলকাতা বিমান পরিষেবা বন্ধ করল বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ । বাতিল করা হয়েছে ছয়টি বিমান । যদিও দিল্লি, গুয়াহাটিসহ অন্য রাজ্যের সঙ্গে শিলিগুড়ির বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে ।
বন্ধ শিলিগুড়ি-কলকাতা বিমান পরিষেবা
পশ্চিমবঙ্গেও আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী । তাই যাত্রী নিরাপত্তার স্বার্থে শিলিগুড়ি-কলকাতা বিমান পরিষেবা বন্ধ করল বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ ।
বাগডোগরা বিমানবন্দর
আজ সকালের পর থেকেই শিলিগুড়ি-কলকাতা বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ । বিমানবন্দরের নির্দেশক পি সুব্রহ্মণিয়ম বলেন, কলকাতার সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। মোট ছয়টি বিমান বাতিল করা হয়েছে। আগামীকাল পরিষেবা স্বাভাবিক হবে কি না তা এখনই স্পষ্ট নয়।