পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বন্ধ শিলিগুড়ি-কলকাতা বিমান পরিষেবা

পশ্চিমবঙ্গেও আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী । তাই যাত্রী নিরাপত্তার স্বার্থে শিলিগুড়ি-কলকাতা বিমান পরিষেবা বন্ধ করল বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ ।

বাগডোগরা বিমানবন্দর

By

Published : May 3, 2019, 10:50 PM IST

শিলিগুড়ি, 3 মে : ওড়িশায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী । পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়েছে । তাই যাত্রী নিরাপত্তার স্বার্থে শিলিগুড়ি-কলকাতা বিমান পরিষেবা বন্ধ করল বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ । বাতিল করা হয়েছে ছয়টি বিমান । যদিও দিল্লি, গুয়াহাটিসহ অন্য রাজ্যের সঙ্গে শিলিগুড়ির বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে ।

আজ সকালের পর থেকেই শিলিগুড়ি-কলকাতা বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ । বিমানবন্দরের নির্দেশক পি সুব্রহ্মণিয়ম বলেন, কলকাতার সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। মোট ছয়টি বিমান বাতিল করা হয়েছে। আগামীকাল পরিষেবা স্বাভাবিক হবে কি না তা এখনই স্পষ্ট নয়।

ABOUT THE AUTHOR

...view details