ভারত-নেপাল সীমান্তে উদ্ধার 200 গ্রাম ব্রাউন সুগার । গ্রেপ্তার এক যুবক ।
ভারত-নেপাল সীমান্তে বাজেয়াপ্ত 200 গ্রাম ব্রাউন সুগার - arrest
ভারত-নেপাল সীমান্তে 200 গ্রাম ব্রাউন সুগার সহ ধৃত যুবক । তাকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় SSB ।
brown sugar
গতকাল বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় SSB-র (সশস্ত্র সীমা বল) 41 ব্যাটেলিয়নের জওয়ানরা । ভারত-নেপাল সীমান্তের মদনজোত এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় । যুবকের নাম রমেশ রানা ওরফে দীপেন । বাজেয়াপ্ত করা হয় 200 গ্রাম ব্রাউন সুগার । এছাড়াও তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় মুদ্রায় নগদ 1035 টাকা এবং নেপালি মুদ্রায় নগদ 9911 টাকা ।
পরে ওই যুবককে তুলে দেওয়া হয় নকশালবাড়ি থানার পুলিশের হাতে । আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।
Last Updated : Jun 25, 2019, 1:54 PM IST