পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দার্জিলিঙে প্রচারে আসছেন রাহুল গান্ধি

দার্জিলিঙে কংগ্রেস প্রার্থী শংকর মালাকারের হয়ে ভোটপ্রচারে আসছেন রাহুল গান্ধি। কাল দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে রাহুল গান্ধিদের আসার কথা জানিয়েছেন শংকরবাবু।

রাহুল গান্ধি

By

Published : Mar 21, 2019, 10:04 AM IST

দার্জিলিং, ২১ মার্চ : লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট সামনে আসার পর জোরকদমে ভোটপ্রচারে নেমে পড়েছে প্রায় সব দলই। এবার দার্জিলিঙে কংগ্রেস প্রার্থী শংকর মালাকারের হয়ে ভোটপ্রচারে আসছেন রাহুল গান্ধি। কালিম্পঙে রাজ বব্বর, কমল নাথ। গতকাল দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে রাহুল গান্ধিদের আসার কথা জানিয়েছেন শংকরবাবু। দার্জিলিঙে তাঁর বিপরীতে প্রার্থী তৃণমূলের অমর সিং রাই ও CPI(M)-এর সমন পাঠক।

এবিষয়ে শংকর মালাকার বলেন, "পাহাড়ের জন্য BJP ও তৃণমূল কংগ্রেস কিছুই করেনি। দার্জিলিঙের BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া পাহাড়কে ললিপপ খাইয়েছেন। পাহাড়ের বেকার সমস্যা, জলের সমস্যার সমাধান হয়নি। রাস্তাঘাটের সমস্যাও মেটেনি।"

পাহাড় সমস্যা ও GTA-র বিভিন্ন ইশুকে উল্লেখ করে তিনি বলেন, "GTA তৈরিতে কংগ্রেস সরকারের অবদান রয়েছে এই কেন্দ্রে। তবে এই GTA-কেই রাফ অ্যান্ড টাফ বানিয়েছে রাজ্য সরকার। এসব নিয়ে পাহাড়ের গ্রামে গ্রামে প্রচার করব।"

ABOUT THE AUTHOR

...view details