পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে পুলিশি অভিযানকে ঘিরে বিক্ষোভ

সময়ের পরেও বাজার খোলা থাকায় পুলিশি অভিযানকে ঘিরে বিক্ষোভ শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে ৷ পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করল মার্কেট কমিটি ৷ সময় বাড়ানোর দাবিতে জেলা শাসককে চিঠি দিয়েছে মার্কেট কমিটি ৷

protests-against-police-operations-in-the-regulated-market-in-siliguri
শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে পুলিশি অভিযানকে ঘিরে বিক্ষোভ

By

Published : May 13, 2021, 10:56 PM IST

শিলিগুড়ি, 13 মে : রেগুলেটেড মার্কেট বন্ধ করা নিয়ে পুলিশের অভিযান চলাকালীন বিক্ষোভ ব্যবসায়ীদের । ঘটনায় উত্তেজনা ছড়াল শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে । করোনার কারণে রাজ্য সরকারের তরফে নির্দিষ্ট সময় বাজার খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে । কিন্তু সেই নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরেও শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট খোলা থাকে বলে অভিযোগ ওঠে । অভিযোগ পেয়েই বৃহস্পতিবার মার্কেটে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানা । পুলিশ গিয়ে অভিযান চালিয়ে ব্যাবসায়ী সহ দোকানের কর্মীদের আটক করা শুরু করে । এরপরেই ব্যবসায়ী থেকে কর্মীর সবাই মিলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে ।

ব্যবসায়ীদের দাবি, সকাল 7টা থেকে 10টা পর্যন্ত বাজার খোলা থাকলে তাঁদের কাজ শেষ হয় না । আর বাজার বন্ধ হয়ে গেলে তাঁরা না খেয়ে মারা যাবে । উত্তেজনা ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছয় মার্কেট কমিটির সদস্যরা । তাঁরা পুলিশের সাথে আলোচনা করে সাময়িকভাবে সমস্যার সমাধান করেছেন । এবিষয়ে বাজার সমিতির সম্পাদক পার্থ চক্রবর্তী বলেন, ‘‘মার্কেটে চাষীরা সরাসরি সামগ্রী পাঠায় । একটি গাড়িতে অনেক চাষীর সামগ্রী থাকে । একটি গাড়ির সামগ্রী নামাতে কমপক্ষে তিনঘণ্টা সময় লেগে যায় । আর নিত্যদিন বাজারে কয়েকশো গাড়ি আসে । কিন্তু, যে সময় সরকার বেঁধে দিয়েছে, তার মধ্যে এত গাড়ির সামগ্রী নামানো সম্ভব হচ্ছেনা ।"

আরও পড়ুন : আংশিক লকডাউন উপেক্ষা করেই ক্য়ানিংয়ে চলছে বাজার

ব্যবসায়ীদের বক্তব্য, সামগ্রী না নামাতে পারলে তা নষ্ট হয়ে যাবে । সমস্যার সমাধানে ইতিমধ্যে জেলাশাসক এবং মহকুমাশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে মার্কেট কমিটির তরফে । সকাল 7টা থেকে 10টার পরিবর্তে, বেলা 2টো পর্যন্ত বাজার খোলা রাখার দাবি জানিয়েছে বাজার কমিটি ।

ABOUT THE AUTHOR

...view details