শিলিগুড়ি, 12 মে: দিনের পর দিন ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে (Private tutor molests student)। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষোভে তার বাড়িতে চড়াও হন ছাত্রীর পরিবারের লোকজন ও এলাকাবাসী । সুযোগ বুঝে পিছনের পাঁচিল টপকে পালিয়ে যায় ওই শিক্ষক । এরপর তার গাড়িতে ভাঙচুর চালান উত্তেজিত জনতা ৷ সোমবার রাতে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় (Siliguri molestation case)।
শিলিগুড়ি পৌরনিগমের 32 নম্বর ওয়ার্ডের অশোকনগরের ঘটনা । ওই ওয়ার্ডেরই বাসিন্দা বিধায়কচন্দ্র দাস । সে শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক । পাশাপাশি বাড়িতেও প্রাইভেট টিউশন পড়ায় । গত পৌরনিগম নির্বাচনে প্রার্থীও হয়েছে । অভিযোগ, গত একমাস ধরে 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নবম শ্রেণির এক ছাত্রীকে লাগাতার শ্লীলতাহানি করেছে ওই শিক্ষক ।
ছাত্রীর মা-বাবা কিছুদিন আগে লক্ষ্য করেন, ওই শিক্ষকের কাছে পড়তে যেতে চাইছে না মেয়ে ৷ নানা অজুহাতে সে পড়তে যেতে চাইত না ৷ রেগে তার মা তাকে মারধর করতেই কান্নায় ভেঙে পড়ে ছাত্রী ৷ পরিবারের লোকেদের বিষয়টি জানায় সে । ছাত্রীর অভিযোগ, প্রাইভেটে পড়তে গেলেই ওই শিক্ষক তাকে একা পেলে তার শ্লীলতাহানি করত । বিষয়টি জানা মাত্র, ছাত্রীর পরিবারের লোকেরা শিক্ষকের বাড়িতে গেলে ওই শিক্ষক টাকার প্রলোভন দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ । পরবর্তীতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় পরিবার ।