পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দুই চুরির ঘটনায় শিলিগুড়িতে গ্রেপ্তার 2 নাবালক-সহ 7 - জলপাইগুড়ির খবর

দুটি চুরির ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । এদের মধ্যে দুইজন নাবালক । প্রত্যেককে আদালতে তোলা হয়েছে । এবং নাবালকদের পাঠানো হয়ে জুভেনাইল বোর্ডে ।

crime
crime

By

Published : Jun 10, 2020, 5:02 PM IST

শিলিগুড়ি, 10 জুন : পৃথক দুটি চুরির অভিযোগে দুই নাবালক সহ মোট সাতজনকে প্রেপ্তার করল NJP (নিউ জলপাইগুড়ি) থানার পুলিশ । ধৃতদের মধ্যে তিনজন মহিলা । সাত জনের মধ্যে পাঁচজনকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে । অন্যদিকে দুই নাবালককে জুভেনাইল বোর্ডে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

নিউ জলপাইগুড়ি থানা সূত্রে খবর, সুকান্তনগর এলাকার বাসিন্দা সুপতা দেবী সপরিবারে লকডাউনে ভিন রাজ্যে আটকে ছিলেন । লকডাউন শিথিল হতেই 5জুন বাড়ি ফিরে আসেন তাঁরা । ফিরে দেখেন সদর দরজা ভাঙা । উলট পালট ঘর । এরপরেই বুঝতে পারেন একাধিক দামী জিনিসপত্র চুরি গিয়েছে । লিখিত অভিযোগ দায়ের করেন নিউ জলপাইগুড়ি থানায় । সেই অভিযোগের ভিত্তিতে একযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের মধ্যে তিন মহিলা ও দুই নাবালক ।

অন্যদিকে, 7জুন নিউ জলপাইগুড়ির বাড়িভাষা এলাকার একটি বাড়িতে চুরি হয় । নগদ টাকা ও সোনার গয়না চুরির অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক স্বপন চন্দ্র । লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে NJP থানার পুলিশ । চুরির দায়ে গ্রেপ্তার হয় দু'জন । ধৃতরা হল বিশ্বনাথ ওরফে কাঞ্চা এবং রবি সরকার ।

ABOUT THE AUTHOR

...view details