শিলিগুড়ি, 5 জুন : ডাকাতির আগেই অভিযান চালিয়ে ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের শিলিগুড়ি থানার পুলিশের অভিযানে গ্রেফতার হল ওই ছয় দুষ্কৃতী । শুক্রবার মাঝরাতে শিলিগুড়ির জলপাইমোড় এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য আসে পুলিশের ৷ উদ্ধার হয়েছে ধারালো অস্ত্রও ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা বড় ধরনের ডাকাতির ছক কষেছিল এলাকায় ।
নাইট কার্ফুতে জনশূন্য শহর । আর সেই সুযোগকে কাজে লাগিয়ে শহরে ডাকাতির ছক কষেছিল ওই দুষ্কৃতীরা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল রবি বর্মন, মোহম্মদ কালাম, মোহম্মদ জাকির, মোহম্মদ বাপ্পা এবং প্রদীপ দাস ওরফে পল্টু । ধৃতদের মধ্যে রবি বর্মন কোচবিহারের বাসিন্দা এবং বাকিরা শিলিগুড়ির ।