শিলিগুড়ি, 3 সেপ্টেম্বর : গাড়ির সিটের নিচ থেকে উদ্ধার তিনটি ওয়ান শটার ৷ ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন NGP থানার পুলিশ ৷ ধৃতরা হল নিবাস বর্মণ, সামিম রহমান , বিপ্লব বর্মণ ও হিতেন রায় । তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় ।
বিশেষ সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেবেলায় ফুলবাড়ি টোলপ্লাজ়া সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ ৷ আটক করা হয় একটি গাড়িকে ৷ জিজ্ঞাসাবাদ করা হয় গাড়িতে থাকা চার যুবককে ৷ এরপরই তাদের কথায় অসংগতি পেয়ে গাড়িতে তল্লাশি চালায় পুলিশ৷ পিছনের সিট থেকে উদ্ধার হয় তিনটি ওয়ান শটার ৷ গ্রেপ্তার করা হয় চার যুবককে ৷ বাজেয়াপ্ত করা হয় গাড়িটিকেও৷
পুলিশ সূত্রে খবর, ধৃতরা প্রত্যেকেই কোচবিহারের দিনহাটার বাসিন্দা । তারা চারচাকার একটি গাড়ি করে বিহার থেকে জলপাইগুড়ি উদ্দেশে রওনা দিয়েছিল । সেক্ষেত্রে , ভিনরাজ্য থেকে আমদানি হওয়া ওই ওয়ান শটারগুলি হাতবদল হওয়ার কথা ছিল । এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি ধৃতদের ক্রাইম রেকর্ড জানার জন্যও কোচবিহার জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ।
এই বিষয়ে DCP পূর্ব ইন্দিরা মুখার্জি বলেন, " সূত্রের খবর মোতাবেক অভিযান চালিয়ে চার যুবককে গ্রেপ্তার করা হয়৷ উদ্ধার হয় তিনটে ওয়ান শটার । এইগুলি কোথা থেকে আনা হয়েছিল বা কোথায় ,কী উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে । যদিও আমাদের কাছে খবর ছিল বড় ধরনের সন্ত্রাসের লক্ষ্যেই ওই বন্দুকগুলি আমদানি করা হয়েছিল । সেক্ষেত্রে তদন্তের স্বার্থে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে হেপাজতে নিয়ে ৷
অন্যদিকে, গতকাল আরও একটি পৃথক অভিযান চালিয়ে ফুলবাড়ির পথসাথী এলাকা থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের নাম সুকুমার সাহা ও সোনালি সাহা ৷ কোচবিহার থেকে শিলিগুড়িতে গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাদের ৷ তাদেরও আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় ।