শিলিগুড়ি, 2 জুলাই : ভ্যাকসিন নিয়ে ঘটনার আরও শেষ নেই ৷ কয়েকদিন আগেই দাবি উঠেছিল টিকা নেওয়ার শরীরে এক অদ্ভুত পরিবর্তন হচ্ছে ৷ লোহার সব জিনিস গায়ে সেঁটে যাচ্ছে ৷ টিকা নিয়ে নাকি শরীর চৌম্বকক্ষেত্র তৈরি হয়েছে ৷ তাছাড়া, ভুয়ো ভ্যাকসিন তো আছে ৷ এবার এক ব্যক্তিকে একসঙ্গে দু'বার করোনার প্রথম ডোজ দেওয়ার অভিযোগ উঠল শিলিগুড়িতে । এই অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গিয়েছে শহরজুড়ে । টিকা দেওয়ার সময় গল্পে মশগুল থাকার অভিযোগ স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে । যদিও স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্যকর্মীদের দাবি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন । ঘটনায় এখনও পর্যন্ত থানা বা স্বাস্থ্য বিভাগে কোনও অভিযোগ দায়ের হয়নি ৷
ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ভারতনগরের বাসিন্দা পেশায় ব্য়বসায়ী সুজিত চন্দ্র দেবনাথের সঙ্গে । দু'দিন আগে শিলিগুড়ি পৌরনিগমের চয়নপাড়ায় 4 নম্বর পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করোনার প্রথম ডোজ নেন তিনি । তাঁর অভিযোগ, এক স্বাস্থ্যকর্মী কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়ার পর তাঁকে কিছুক্ষণ বসতে বলে । সেইমতো কিছুক্ষণ বসার পর তাঁকে ফের একবার টিকা দেওয়া হয় । সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি সেখানকার স্বাস্থ্যকর্মীদের জানালেও তাঁরা বিষয়টিতে আমল দেননি । তাঁকে দু’বার টিকা দেওয়া হয়নি বলে সাফ জানিয়ে দেন স্বাস্থ্যকর্মীরা ।