শিলিগুড়ি, 24 এপ্রিল : এক বৃদ্ধার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হল শিলিগুড়ির সমরনগরে । বৃদ্ধাকে শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের । বৃদ্ধার পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই যুবককে আটক করেছে পুলিশ।
ওই বৃদ্ধা শিলিগুড়ির সমরনগর শিমুলগুড়ি এলাকার বাসিন্দা । মেয়ের বাড়িতে তিনি থাকতেন । মাঝেমধ্যেই মদ্যপান করতেন । গতকাল রাতেও মদ্যপানের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন । রাস্তায় স্থানীয় দুই যুবকের সঙ্গে দেখা হওয়ার পর তিন জনে একসঙ্গে মদ্যপানের জন্য বেরিয়ে পড়েন। রাত হয়ে যাওয়ার পর ওই বৃদ্ধা বাড়ি না-ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিজনরা। পরে আজ সকালে বাড়ির একশো মিটার দূরে একটি ফাঁকা জায়গায় অর্ধনগ্ন অবস্থায় ওই বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতদের কিছুটা দূরেই পড়েছিল মদের বোতল, রক্ত মাখা গামছা-সহ একটি রক্তমাখা পাথর। অনুমান, ওই পাথর দিয়েই বৃদ্ধার মাথা থেঁতলে দেওয়া হয়।