ফাঁসিদেওয়া, 1 জুন : মহকুমা পরিষদ নির্বাচনের আগে টিকিট নিয়ে ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল । টিকিট না মেলায় এবার কাকুর বিরুদ্ধে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিলেন ভাইপো । পাশাপাশি দলকে ‘শিক্ষা’ দিতে মহকুমা আসনের পাশাপাশি পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত আসনেও নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে বিক্ষুব্ধরা । শুধু তাই নয়, বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গেই সারি দিয়ে পদত্যাগ করেছেন একাধিক কর্মীরাও । যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে (Nephew files Nomination against Uncle) ।
জানা গিয়েছে, ফাঁসিদেওয়া ব্লকের আট নম্বর মহকুমা পরিষদ আসনের জালাস নিজামতারা থেকে গতবারের জয়ী প্রার্থী আইনুল হককে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । কিন্তু নাম ঘোষণার আগেই তাঁর বিরুদ্ধে একাধিক দূর্নীতির অভিযোগ উঠতে শুরু করে । ফলে দলে ওই আসনের জন্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আখতার আলির নাম ভেসে ওঠে । তিনি আবার আইনুল হকেরই ভাইপো ।