শিলিগুড়ি, ৩ জুলাই: নাবালিকা পরিচারিকাকে দিনের পর দিন ধর্ষণ। এই অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ। মেট্রোপলিটন পুলিশের মহিলা থানার অফিসাররা উপেন্দ্র গুপ্তা নামে এই ব্যক্তিতে গ্রেফতার করে। আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ওই ব্যক্তিকে।
শিলিগুড়ি পুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে বাসিন্দা উপেন্দ্র গুপ্তা । তাঁর বাড়িতে পরিচারিকার কাজ করত এই নাবালিকা। ওই নাবালিকা বিহারের বাসিন্দা। অভিযোগ, একাধিকবার ওই ব্যবসায়ী নাবালিকা পরিচারিকাকে হুমকি দিয়ে শারীরিক নির্যাতন করেছে। একাধিকবার ধর্ষণের অভিযোগও উঠেছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে।