শিলিগুড়ি, 19 অগস্ট: রক্ষণাবেক্ষণের জন্য 4 দিনের জন্য বন্ধ করা হয়েছে 10 নম্বর জাতীয় সড়কের বালাসন সেতু ৷ আর সেতু বন্ধ হতেই প্রাণের ঝুঁকি নিয়ে রেলব্রিজের উপর দিয়ে যাতায়াত শুরু করে দিয়েছেন স্থানীয়রা (Locals Travel from Railway Bridge with Life Risk Due to Closed Balasan Bridge in Matigara) ৷ এই খবর পেয়েই তৎপর হল পুলিশ প্রশাসন ৷ রেলব্রিজের উপর দিয়ে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করল পুলিশ ৷ যে ঘটনাকে কেন্দ্র করে এ দিন সাময়িক উত্তেজনা ছড়ায় মাটিগাড়া অঞ্চলে ৷
অন্যদিকে, বালাসন সেতু বন্ধ হওয়ার ফলে স্থানীয়দের প্রায় 10 কিলোমিটার রাস্তা ঘুরে কাওয়াখালি হয়ে শিলিগুড়ি শহর ও ডুয়ার্স অঞ্চলে যেতে হচ্ছে ৷ শিলিগুড়ির মানুষজনের অভিযোগ, সেতু বন্ধ থাকায় তাঁদের হয়রানি শিকার হতে হচ্ছে ৷ তবে, সেতুর মেরামতির জন্য সাময়িক এই সমস্যা মেনে নিচ্ছেন স্থানীয়রা ৷ কিন্তু, সমস্যা তৈরি হয়েছে অন্য জায়গায় ৷ বালাসন সেতুর উপর থেকে বেইলি ব্রিজ খুলে নেওয়ার পর মূল সেতু দিয়ে ছোট গাড়ি চলাচল করলেও, ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে ৷ মালবোঝাই ট্রাক ও 15 টনের বেশি ভারী গাড়ি সেখানে চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে ৷