শিলিগুড়ি, 7 জুলাই:ফের জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল পূর্ণ বয়স্ক চিতাবাঘের। বুধবার মাঝরাতে দুর্ঘটনাটি ঘটেছে । এই নিয়ে এখনও পর্যন্ত সড়ক দুর্ঘটনায় 6টি চিতাবাঘের মৃত্যু হয়েছে (Leopard Death in a Car Accident) ৷
জানা গিয়েছে, এদিন মাঝরাতে শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরার এশিয়ান হাইওয়েতে একটি চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে চিতাবাঘটির । চা বাগান দিয়ে জাতীয় সড়ক পারাপার করার সময় একটি গাড়ি ধাক্কা মারে চিতাবাঘটিকে ৷ বনদফতর সূত্রের খবর, মৃত চিতাবাঘের বয়স এক থেকে দেড় বছরের মধ্যে ৷
জাতীয় সড়কে ফের গাড়ির ধাক্কায় মৃ্ত্যু চিতাবাঘের আরও পড়ুন: রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু চিতাবাঘের
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার ট্রাফিক গার্ড ও স্থানীয় বনবিভাগের কর্মীরা । ঘটনাস্থল থেকে চিতাবাঘটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে । প্রসঙ্গত, চলতি বছরের 30 এপ্রিল ও 2 জুন একইভাবে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল দু’টো চিতাবাঘের । বন দফতরের পক্ষ থেকে জাতীয় সড়কের উপর যেসমস্ত জায়গায় চিতাবাঘ ও হাতির করিডোর রয়েছে, সেইসব জায়গায় গাড়ির গতি মেপে দেওয়া হয়েছে । কিন্তু তারপরেও চালকদের অসতর্কতার কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে বন্যপ্রাণ ৷ যা নিয়ে চিন্তায় বনকর্মীরাও ৷