কলকাতা, 11 জুন : দিনভর চিকিৎসা পরিষেবা না পেয়ে শেষ পর্যন্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে মুমূর্ষ রোগীকে নিয়ে ফিরে যেতে বাধ্য হলেন রোগীর আত্মীয়রা । NRS-এর ঘটনার প্রতিবাদে আজ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে সারাদিন বন্ধ ছিল চিকিৎসা পরিষেবা । সকাল থেকেই হাসপাতালের গেট বন্ধ করে সামনে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা । এর জেরে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাঁদের আত্মীয়রা । সন্ধ্যেবেলা উত্তেজিত রোগীর আত্মীয়রা আন্দোলনকারী ডাক্তারদের হটিয়ে হাসপাতালের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে । ভাঙচুর চালাতে গেলে বাধা দেয় পুলিশ । দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর । পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে পুলিশ ।
NRS ঘটনার জেরে আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা বিক্ষোভে শামিল হয়েছেন ।
NRS ইশুতে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ এক নজরে দেখে নেওয়া যায় রাজ্যের অন্যান্য হাসপাতালের ছবি :
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল (শিলিগুড়ি) : NRS-এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ করে বিক্ষোভ দেখান জুনিয়ার ডাক্তাররা । এর জেরে বিনা চিকিৎসায় অ্যাম্বুলেন্সেই পড়ে থাকেন রোগী । ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা । পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । ঘটনাস্থানে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার কাউন্সিলের সভাপতি সাগ্নিক মুখার্জি বলেন," আমাদের নিরাপত্তা নেই । তাই আমরা প্রতিবাদে শামিল হয়েছি । কিন্তু যে সকল রোগীদের অবস্থা আশঙ্কাজনক তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে না । তবে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে জরুরি বিভাগ । "
NRS ইশুতে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল (পূর্ব বর্ধমান):একই ছবি এদিন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের । হাসপাতালের জরুরি বিভাগের গেট বন্ধ করে দেয় ইনটার্নরা । রোগীরা জরুরি বিভাগে ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয় । শেষে হাসপাতাল সুপারের হস্তক্ষেপে গেট খোলা হয় । রোগীর আত্মীয়দের অভিযোগ, চিকিৎসকদের কর্মবিরতির জেরে রোগীকে নিয়ে চরম ভোগান্তিতে পড়েন ।
NRS ইশুতে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল (পশ্চিম মেদিনীপুর): নিরাপত্তার দাবিতে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি পালন করল জুনিয়র ডাক্তাররা । অভিযোগ, নিরাপত্তা নেই ৷ পুলিশ থাকলেও ঠিকমতো কাজ করে না । ঘটনার শেষে এসে মজা দেখে । পাশাপাশি একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয় । NRS -এর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন জুনিয়র ডাক্তাররা ।
সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল (উত্তর 24 পরগনা): এখানেও ছবিটা একই । নিরাপত্তার দাবিতে আন্দোলনে শামিল হন জুনিয়র ডাক্তাররা । সেখানকার এক ইনটার্ন অনুপম মণ্ডল বলেন, "বিষয়টা আমরা প্রিন্সিপালকে জানিয়েছি । তিনি বলেছেন ,তোমরা যখন মার খাবে তখন আমাদের এসে জানাবে । " রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তাঁর চিকিৎসা করা হচ্ছে । কিন্তু বন্ধ রাখা হয়েছে OPD ।
NRS ইশুতে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ অন্যদিকে, NRS-এর ঘটনার প্রতিবাদে আগামীকাল সকাল 9 টা থেকে রাত 9 টা পর্যন্ত রাজ্যজুড়ে সব হাসপাতালে OPD বয়কটের ডাক দিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস । এই প্ল্যাটফর্মে রয়েছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল । এই সংগঠনের সদস্যরা আগামীকাল গণছুটি নিয়ে বয়কটে শামিল হবেন । প্রাইভেট প্র্যাকটিস করেন যেসব ডাক্তার তাঁদেরও চেম্বার বন্ধ রাখার জন্য আবেদন করা হয়েছে । ডাক্তারদের পাঁচটি সংগঠন যৌথভাবে এই বয়কটের ডাক দিয়েছে । এই যৌথমঞ্চের নেতৃত্বে রয়েছে ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ফোরাম । এই সংগঠন সরকারি ও বেসরকারি প্রতিটি হাসপাতালে OPD অর্থাৎ বহির্বিভাগের পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে । পাশাপাশি আগামীকাল হাসপাতালের জরুরি পরিষেবা ব্যাহত হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে ।