শিলিগুড়ি, 5 ডিসেম্বর : এবার উত্তরবঙ্গেও সংখ্যালঘুদের একটা বড় অংশ নিজেদের দাবি পূরণ না হলে আগামী দিনে মিমে যোগ দিতে পারে । আর তা হলে আসন্ন নির্বাচনে ক্ষতিগ্রস্ত হবে রাজ্যের শাসক দলই ।
আজ শিলিগুড়িতে ডুয়ার্স মিল্লাতে ইসলামিয়া সোসাইটির নেতারা জানান, উত্তরবঙ্গে সংখ্যালঘুরা বঞ্চিত । বারবার রাজ্যের শাসক দলের নেতাদের জানিয়েও বঞ্চনার অবসান হয়নি । সংগঠনের তরফে সভাপতি কাদের আলি, সাধারণ সম্পাদক মহম্মদ মিজানুর রহমানেরা বলেন, নতুন করে অনুমোদিত মাদ্রাসার সংখ্যা অত্যন্ত কম । এছাড়া ভাতা হিসেবে যে অর্থ দেওয়া হচ্ছে তাও যথেষ্ট নয়। এই পরিস্থিতিতে ইমাম ভাতা, মোয়াজ্জেম ভাতা বাড়ানোর দাবি জানাচ্ছি আমরা । পাশাপাশি উত্তরবঙ্গে সংখ্যালঘু উন্নয়ন বোর্ড গঠন করতে হবে ।