শিলিগুড়ি, 19 নভেম্বর : পাচারের আগে সোনা উদ্ধার হল শিলিগুড়িত । অভিযান চালিয়ে তিন কেজি সোনা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় । ধৃতরা হল ইউসুফ ও মিদলাজ ।
শিলিগুড়িতে পাচারের আগে উদ্ধার প্রায় দেড় কোটির সোনা
শিলিগুড়ির জংশন এলাকা থেকে দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হল । ধৃতদের গাড়ির আসনের নিচে থেকে উদ্ধার হয় সোনা ।
জংশন এলাকা থেকে উদ্ধার সোনা
ধৃতদের গাড়িতে তল্লাশি চালিয়ে আসনের নিচে থেকে 36টি সোনার বিস্কুট পাওয়া যায় । যার মোট ওজন প্রায় 2 কেজি 985 গ্রাম । যার বাজারমূল্য প্রায় 1 কোটি 57 লাখ টাকা । পুলিশ সূত্রে খবর, ধৃতরা কেরালার বাসিন্দা । ভারত-মায়ানমার সীমান্ত থেকে সোনা শিলিগুড়িতে নিয়ে এসে অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল তাদের ।
ধৃতদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তার খোঁজ করে দেখা হচ্ছে ।