দার্জিলিং, 19 নভেম্বর : অনিত থাপার পর এবার জিএনএলএফের (Gorkha National Liberation Front) প্রাক্তন সেনাপতি অজয় এডওয়ার্ডস নতুন দল গঠনের পথে ৷ বৃহস্পতিবার রাতে সোশাল মিডিয়ায় নতুন দলের নামকরণের বিষয়ে খোলাসা করেন অজয় । তার আগে তাঁর কাছে আসা 122টি প্রস্তাবের মধ্যে চারটি নামের প্রস্তাব তুলে ধরেছেন তিনি । আর সেই চারটি নামের মধ্যে কোন নামটি তাঁর নতুন দলের নাম হবে তা চূড়ান্ত হবে সোশ্যাল মিডিয়ায় ভোটের মাধ্যমে । চারটি নামের মধ্যে যে নামটির পক্ষে পাহাড়বাসী সবথেকে বেশি ভোট দেবেন আগামী 25 নভেম্বর সেটিকেই তিনি নিজের নতুন দলের নাম হিসাবে ঘোষণা করবেন ।
বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে অজয় জানান, তাঁর নতুন রাজনৈতিক দলের প্রস্তুতি পর্ব গতকালই মিরিক থেকে শুরু করেছেন তিনি ৷ তবে নিজের ঘনিষ্ঠ, অনুগামী কিংবা শীর্ষ নেতৃত্বের পরিবর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের দলের নাম চূড়ান্ত করার বিষয়টি নিয়ে রাজনৈতিকমহলে জোর জল্পনার সৃষ্টি করেছে । এভাবে দলের নাম চূড়ান্ত করার প্রক্রিয়াকে হাস্যকর বলে কটাক্ষ করেছে বিরোধীরা । আবার এই ভোট প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবে কতজন পাহাড়বাসী তাঁর সঙ্গে রয়েছেন, পরোক্ষভাবে সেই জলের গভীরতা মাপতে চাইছেন অজয় বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ।
কখনও পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের আন্দোলনের জন্য, তো কখনও বিমলের প্রত্যাবর্তন, তো আবার কখনও মোর্চায় ভাঙন- রাজ্য রাজনীতিতে বারবারই পাহাড় শিরোনামে থেকেছে । সব মিলিয়ে পাহাড়ে একের পর এক নতুন অধ্যায় । কিন্তু এবার শুরু হয়েছে দল গঠনের খেলা । সম্প্রতি অনিত থাপা গোর্খা জনমুক্তি মোর্চার মোহমায়া ছেড়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন । বলতে গেলে বিনয় তামাং ও অনিত থাপার মধ্যে দীর্ঘদিন চলতে থাকা ঠান্ডা লড়াইয়ের প্রতিফলন হল অনিতের নতুন মোর্চা । তারপর একই পথে চলা জিএনএলএফ সভাপতি মন ঘিসিংয়ের সঙ্গে তাঁরই দলের নেতা অজয় এডওয়ার্ডসের ঠান্ডা লড়াই , আর তার ফলাফল হল অজয়ের জিএনএলএফ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দল । দল গড়ার আগে অবশ্য তিনি গোটা পাহাড় চষে বেড়িয়েছিলেন । নিজের রাজনৈতিক জমি ঠিক কোন জায়গায় রয়েছে তা জরিপ করে নেন ।