শিলিগুড়ি, 27 জুন : শিলিগুড়ির একটি হোটেল থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ ৷ মৃতের নাম পাপাই সাহা ৷ সম্প্রতি তিনি মুম্বই থেকে ফিরেছিলেন ৷ তাই স্বাস্থ্যবিধি মেনে বেসরকারিভাবে শিলিগুড়ির একটি হোটেলে পেইড কোয়ারানটিনে ছিলেন তিনি । গতকাল রাতে ওই হোটেল রুম থেকে মেলে তাঁর মৃতদেহ ৷ চলছে তদন্ত ৷
হোটেল থেকে পেইড কোয়ারানটিনে থাকা যুবকের মৃতদেহ উদ্ধার - পেইড কোয়ারানটিন
শিলিগুড়ির বাসিন্দা ওই যুবকের মৃতদেহ উদ্ধার একটি হোটেল রুম থেকে ৷ মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা ৷
পরিবার সূত্রে খবর, মৃত পাপাই সাহা নৌকাঘাট এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন মা ও ভাইয়ের সঙ্গে । পাপাই মুম্বইতে কাজ করতেন । লকডাউনের জেরে তিনি সেখানেই আটকে পড়েছিলেন । লকডাউন শিথিল হতেই ফিরে আসেন জেলায় । স্বাস্থ্যবিধি মেনে তাঁকে কোয়ারানটিনে যেতে হয়৷ তিনি ছিলেন পেইড কোয়ারানটিনে ৷ গতকাল সারাদিন ধরে পাপাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন পরিবারের লোকজন । পাপাই ফোন না ধারায় তাঁরা চিন্তায় পড়ে যান ৷ উপায় না দেখে তাঁরা সাহায্য নেন পুলিশের ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে হোটেলে যায় শিলিগুড়ি থানার অধীন পানিট্যাঙ্কি টাউন আউট পোস্টের পুলিশ । হোটেল রুমে ঢুকতেই মেলে যুবকের দেহ ৷ নিথর দেহটি বিছানায় মুখ থুবড়ে পড়ে ছিল ৷ শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই ৷
পুলিশ সূত্রে খবর, মৃত্যুর কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । খতিয়ে দেখা হচ্ছে সামগ্রিক ঘটনা ।