শিলিগুড়ি, 19 অগাস্ট : কোরোনায় মৃতের দেহ সৎকারে খাটিয়া তৈরির জন্য 1150 টাকা লাগবে । নির্দেশিকা জারি করেছিল শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় অবস্থিত শ্মশান কর্তৃপক্ষ । ETV ভারতের খবরের জেরে সেই নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়া হল ।
সম্প্রতি এ-নিয়ে ETV ভারতে খবর প্রকাশিত হয় । দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় কোরোনা আক্রান্ত হয়ে মৃতদের দেহ ওই শ্মশানে সৎকার করা হয়ে থাকে । দুই জেলায় কোরোনায় মৃতের পরিজন এবং বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ করে, “বর্তমান পরিস্থিতিতে আর্থিক সংকটে সকলে । তার উপর কোরোনায় মৃত্যু হলে দেহ সৎকারের ক্ষেত্রে মৃতের পরিবারের কাছ থেকে এই টাকা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক ।” শ্মশান কর্তৃপক্ষের নির্দেশিকা ঘিরে হইচই শুরু হতেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে কর্তৃপক্ষ ।