পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনার জের, স্থগিত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা - কোভিড -19 লেটেস্ট খবর

বাতিল হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির পরীক্ষা ৷ সাংবাদিক বৈঠকে একথা জানালেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ সরকার ।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

By

Published : Mar 20, 2020, 9:13 AM IST

Updated : Mar 20, 2020, 9:42 AM IST

শিলিগুড়ি, 20 মার্চ : কোরোনা আতঙ্ক বিশ্বজুড়ে । কোরোনা মোকাবিলায় দেশজুড়ে জারি হয়েছে একাধিক সতর্কতা । রাজ্যের তরফেও নেওয়া হয়েছে একাধিক সতর্কতা । ইতিমধ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে । এবার বাতিল হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির পরীক্ষা । আজ সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ সরকার ।

কোরোনা মোকাবিলায় ইতিমধ্যে একাধিক সতর্কতা জারি হয়েছে । রাজ্যের তরফে বলা হয়েছে ভীড় এড়াতে । সেক্ষেত্রে আগেই বন্ধ হয়েছে স্কুলগুলি । যদিও বোর্ডের পরীক্ষা জারি থাকবে বলে আগেই জানানো হয়েছিল । কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কোন নির্দেশিকা জারি ছিল না । অবশেষ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজেগুলির পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত জানালেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ সরকার ৷

স্থগিত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

তিনি জানান, "আপাতত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর সাংবাদিক সন্মেলনের বিবৃতি এবং উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশেই আপাতত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেক্ষেত্রে 15 এপ্রিলের পর নোটিশ জারি করে আগামীতে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে ছাত্রছাত্রীদের ।

Last Updated : Mar 20, 2020, 9:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details