পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অশোক ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল, কোয়ারানটিনে 26 নেতাকর্মী-আধিকারিক - শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান

কোরোনা আক্রান্ত শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য । তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে ৷ অশোকবাবুর সংস্পর্শে যারা এসেছিলেন, তাঁদের কোয়ানটিনে রাখা হয়েছে ।

ashok bhattacharya
স্থিতিশীল অশোক ভট্টাচার্য

By

Published : Jun 19, 2020, 3:28 AM IST

শিলিগুড়ি, 18 জুন : আপাতত স্থিতিশীল রয়েছেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। তাঁর সংস্পর্শে আসায় কোয়ারানটিনে গিয়েছেন 26 নেতা-কর্মী ও আধিকারিক। এদিকে বৃহষ্পতিবার শিলিগুড়িতে নতুন করে 5 জন কোরোনা আক্রান্ত হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুও হয়েছে আক্রান্ত এক মহিলার।

প্রশাসক বোর্ডের সদস্য শংকর ঘোষ জানান, "অশোকবাবুর স্ত্রী রত্না ভাট্টাচার্য, আপ্তসহায়ক, গাড়ির চালক ছাড়াও আমরা যারা সংস্পর্শে ছিলাম তাঁরা হোম আইসোলেশনে রয়েছি। আমি নিজেও সোয়াব টেস্ট করিয়েছি। এই রোগের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আজ নতুন করে শিলিগুড়িতে আরো 5 আক্রান্তের খোঁজ মিলেছে। "

অন্যদিকে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার কৌশিক সমাজদার জানান, মেডিকেলে রিকুতে এক কোভিড আক্রান্ত মহিলার মৃত্যু হয়েছে। এদিকে রাজনৈতিক সৌজন্যের নজির রেখে মন্ত্রী গৌতম দেব বলেন," অশোক ভট্টাচার্যের সঙ্গে টেক্সট ম্যাসেজে কথাবার্তা বলেছি। রাজ্যের অনুরোধেই তাঁর চিকিৎসা মাটিগাড়ায় বেসরকারি নার্সিংহোমেই চলবে। যে কোনও সমস্যায় অশোকবাবুর পরিবারের পাশে আছি আমরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি।"

ABOUT THE AUTHOR

...view details