শিলিগুড়ি, 5 মার্চ : মাওবাদী দমনে আমাদের সরকার ভালো কাজ করেছে ৷ কেন্দ্র কী করেছে জানি না ৷ ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে নিহত জওয়ানদের সম্পর্কে বলতে গিয়ে এই কথা বলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি ছত্তিশগড়ে বাস্তার জঙ্গলে শহিদ আধাসেনার জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্য়মন্ত্রী ৷ আজ নির্বাচনী প্রচারে শিলিগুড়ি পৌঁছে একথা জানালেন তিনি ৷
আমরা মাওবাদী দমনে কাজ করেছি, দাবি মুখ্য়মন্ত্রীর - মুখ্য়মন্ত্রী
মাওবাদী দমনে আমাদের সরকার ভালো কাজ করেছে ৷ কেন্দ্র কী করেছে জানি না ৷ ছত্তিশগড়ে মাওবাদী হানায় জওয়ানদের মৃত্যু প্রসঙ্গে একথা জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তবে, শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি ৷
আরও পড়ুন : ইন্টেলিজ়েন্সের ব্যর্থতা না হলে, এটা পরিকল্পনার অভাব : রাহুল
মাওবাদী দমনে ছত্তিশগড়ে দু’দিন আগে অভিযান চালায় আধাসেনা ৷ যেখানে জঙ্গলের মাঝে জওয়ানদের ঘিরে ফেলে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে মাওবাদীরা ৷ পাল্টা জবাবও দেন আধাসেনার জওয়ানরাও ৷ তবে, সেই লড়াইয়ে আধাসেনার 22 জওয়ান শহিদ হন ৷ সেই ঘটনা নিয়েই এদিন শিলিগুড়িতে মুখ্য়মন্ত্রীকে প্রশ্ন করা হয় ৷ সেখানেই তিনি বলেন, ‘‘ছত্তিশগড়ের মুখ্য়মন্ত্রীর সঙ্গে এ নিয়ে আমার কথা হয়েছে ৷ খুবই দুঃখজনক ঘটনা ৷ শহিদ জওয়ানদের পরিবারে প্রতি আমার সমবেদনা জানাই ৷ এই ঘটনা নিয়ে আমাকে আরও খোঁজ খবর নিতে হবে ৷ তবে, আমরা এ রাজ্যে মাওবাদী দমনে ভাল কাজ করেছি ৷ কেন্দ্র কী করেছে জানি না ৷ রাজ্যে শান্তি রয়েছে, তাও বিজেপি বলছে ডাবল ইঞ্জিন সরকার চাই ৷’’