পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bengal Civic Poll 2022 : শিলিগুড়িতে 35 আসনে প্রার্থী ঘোষণা বামেদের, তালিকায় নতুন মুখ 27

শিলিগুড়ি পৌরনিগমের ভোটে (Siliguri Municipal Corporation Election) 12টি আসন বাদ রেখে 35টিতে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা (Bengal Civic Poll 2022) ৷ যেখানে 27টি আসনে নতুন মুখ আনা হয়েছে (Left Front Declared Candidates for 35 Seats in Siliguri) ৷ তবে, বাকি 12 আসনের মধ্যে 4টি কংগ্রেসকে ছেড়ে দিলেও, 8টি আসন নিয়ে সমঝতা হয়নি দুই দলের ৷ আগামী 30 ডিসেম্বর ওই 12টি আসনে বাম ও কংগ্রেস প্রার্থী ঘোষণা করবে বলে জানা গিয়েছে ৷

Bengal Civic Poll 2022
Bengal Civic Poll 2022

By

Published : Dec 29, 2021, 3:27 PM IST

শিলিগুড়ি, 29 ডিসেম্বর : শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনের প্রার্থী তালিকায় চমক বামেদের (Bengal Civic Poll 2022)। প্রার্থীর অধিকাংশই নতুন মুখ ৷ শুধু তাই নয়, প্রার্থী করা হয়েছে নবীনদেরও ৷ যেখানে অভিজ্ঞদের থেকে নতুনদের উপরই বেশি ভরসা রেখেছে বামেরা ৷ মোট 35টি আসনে প্রার্থী দিয়েছে বামেরা ৷ 12টি আসনে প্রার্থী দেয়নি তারা ৷ কংগ্রেসের সঙ্গে আসন সমঝতার জন্য সেখানে প্রার্থী ঘোষণা করা হয়নি বলে মনে করা হচ্ছে ৷

মঙ্গলবার দার্জিলিং জেলা সিপিএমের দলীয় কার্যালয় সাংবাদিক বৈঠক করে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বামফ্রন্ট ৷ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার, অশোক ভট্টাচার্য, আরএসপি নেতা তাপস গোস্বামী, সিপিএমের জেলা সম্পাদক সুমন পাঠক ৷ আগামী 30 ডিসেম্বর দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে বামেরা ৷ তবে, প্রথন দফাতে বেশিরভাগই নবীনদের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বামেরা (CPIM Gives Importance Youth Candidates for Siliguri) ৷

বিধানসভা নির্বাচন এবং কলকাতা পৌরনিগমের ভোটে ধরাশায়ী হওয়ার পর, শিলিগুড়ি পৌরনিগমের ভোটে (Siliguri Municipal Corporation Election) প্রার্থী তালিকায় বড়সড় রদবদলের সিদ্ধান্ত নিয়েছে বামেরা ৷ সংগঠনকে শক্তিশালী করতে তালিকায় নতুন মুখ ও ছাত্র, যুবদের প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ আর এ দিন তারই প্রতিফলন দেখা গেল তালিকা প্রকাশের পর ৷ এ দিন শিলিগুড়ি পৌরনিগমের 47টি ওয়ার্ডের মধ্যে 35টিতে প্রার্থী দিয়েছে বামেরা ৷ বাকি রয়েছে 12টি আসন । যার মধ্যে চার‍টি আসন গতবার কংগ্রেসের দখলে ছিল ৷ তাই ওই চারটি আসন এ বারও কংগ্রেসকে ছেড়ে দিয়েছে বামেরা ৷ তবে, বাকি আটটি আসন নিয়ে জট রয়ে গিয়েছে ৷ ওই আটটি আসন নিয়ে পরবর্তীতে কংগ্রেসের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বামেদের তরফে জানানো হয়েছে ৷

শিলিগুড়িতে 35 আসনে প্রার্থী ঘোষণা বামেদের, তালিকায় 27টি নতুন মুখ

আরও পড়ুন : Bengal Civic Poll 2022 : চার পৌরনিগমের ভোটের বিজ্ঞপ্তি জারি কমিশনের

শিলিগুড়িতে বামেদের প্রকাশিত 35 জন প্রার্থীদের মধ্যে 13 জন মহিলা প্রার্থী রয়েছেন ৷ যার মধ্যে ছ’টি আসন সিপিএম’র শরিক দল আরএসপি, সিপিআই ও ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দেওয়া হয়েছে ৷ সেই ছ’টি আসনের মধ্যে এদিন তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা ৷ 29 টি আসনে প্রার্থী ঘোষণা করেছে সিপিএম ৷ আর এই 35 জনের তালিকায় 27 জনই নতুন মুখ ৷ উল্লেখযোগ্যভাবে, এ বারের তালিকায় প্রাক্তন মেয়র পারিষদ নুরুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান দিলীপ সিং সহ মোট ছয় জন পুরনো কাউন্সিলকে প্রার্থী করা হয়নি।

ABOUT THE AUTHOR

...view details