পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আকাশপথে কাঠমাণ্ডুর সঙ্গে জুড়তে পারে বাগডোগরা - siliguri

পরিকাঠামো তৈরি হয়েছে । রাজ্য সরকার জমি দিলেই আগামী দু'বছরের মধ্যে বাগডোগরায় নতুন টার্মিনালের কাজ হয়ে যাবে । ডোমেস্টিক বিমানবন্দরের পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবেও নতুন করে আত্মপ্রকাশ করবে বাগডোগরা বিমানবন্দর । জানালেন বাগডোগরা এয়ারপোর্ট ডিরেক্টর সুব্রমণি পি ।

বাগডোগরা বিমানবন্দর

By

Published : Jun 21, 2019, 6:54 PM IST

শিলিগুড়ি, 21 জুন : ভুটানের পারো ও থাইল্যান্ডের ব্যাঙ্ককের পর এবার আকাশপথে নেপালের কাঠমাণ্ডুর সঙ্গে জুড়তে পারে বাগডোগরা । আজ ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের তরফে ডেস্টিনেশন নর্থবেঙ্গল শীর্ষক আলোচনা সভায় এসে এই সম্ভাবনার কথা জানালেন এয়ারপোর্ট ডিরেক্টর সুব্রমণি পি । আগামীদিনে ডোমেস্টিক বিমানবন্দরের পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবেও নতুন করে আত্মপ্রকাশ করবে বাগডোগরা ।

রাজ্য সরকার বাগডোগরা বিমানবন্দরে জ্বালানি কর তুলে নেয় । তারপর থেকেই বাগডোগরা হয়ে চলাচলের প্রবণতা বেড়েছে । ভায়া বাগডোগরা হয়ে এখন চলাচল করতে আগ্রহী বহু বিমানসংস্থা । আজ এয়ারপোর্ট ডিরেক্টর জানান, এই মুহূর্তে প্রতিদিন 37টি বিমান উড়ছে এই বিমানবন্দর থেকে । একটি আন্তর্জাতিক বিমান ছাড়াও কলকাতা, দিল্লি, হায়দরাবাদ, মুম্বইসহ দেশের নয়টি বড় শহরে চালানো হচ্ছে বিমান ।

তিনি আরও বলেন, "গত বছর 23 কোটি টাকা মুনাফা করেছে বাগডোগরা । যাত্রীসংখ্যার বিচারে দেশের দ্রুততম উন্নয়নশীল বিমানবন্দরের তালিকায় স্থান পেয়েছে বাগডোগরা । এই মুহূর্তে দেশের 22টি প্রধান বিমানবন্দরের অন্যতম এটি । তাই এবার আন্তর্জাতিক বিমান আরও বেশি করে চালাতে আমরা আগ্রহী । কাঠমাণ্ডুর এক বিমানসংস্থা বাগডোগরা থেকে বিমান চালাতে আগ্রহ দেখিয়েছে । আলোচনা চলছে । আমরা সব দিক থেকেই প্রস্তুত আছি । তাই বণিকসভা এবং বিমানসংস্থাগুলির কাছে আমরা অনুরোধ করছি এই লাভজনক বিমানবন্দরে আপনারা বিমান নিয়ে আসুন । "

তাঁর বক্তব্য, সব কিছু তৈরি রয়েছে । যাত্রীসংখ্যা বাড়ছে । সেই কারণে রাজ্য সরকারের কাছে জমি চাওয়া হয়েছিল । একবার জমি পেয়ে গেলে দু'বছরের মধ্যে নতুন টার্মিনালের কাজ হয়ে যাবে । পরিকল্পনা ও পরিকাঠামো তৈরি রয়েছে । এখন শুধু রাজ্য সরকার জমি দেওয়ার অপেক্ষায় । অফিশিয়ালি সরকারের তরফ থেকে এখনও আশ্বাস না মিললেও যেমনটা শোনা যাচ্ছে দুই-তিন মাসের মধ্যে সরকার জমি হস্তান্তর করবে । ডোমেস্টিক বিমানবন্দরের পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নতুন করে আত্মপ্রকাশ করবে বাগডোগরা বিমানবন্দর ।

ABOUT THE AUTHOR

...view details