শিলিগুড়ি, 15 জুন : শহরের সার্বিক উন্নয়নের প্রস্তাব নিয়ে রাজ্যের ক্রীড়া, যুব কল্যাণ ও বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) সঙ্গে দেখা করলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব (Goutam Deb)। বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা এবং বিদ্যুতের তার থেকে দুর্ঘটনা এড়াতে গোটা শহরজুড়ে আন্ডারগ্রাউন্ড কেবলিং বা মাটির নীচ দিয়ে বৈদ্যুতিকরণের জন্য মন্ত্রীকে কাজের প্রস্তাব দেয় পৌরনিগমের প্রশাসক বোর্ড ।
শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়াম এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকেও ঢেলে সাজানোর জন্য মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন গৌতম দেব । এ ছাড়াও ক্রীড়া দফতরের অধীনে বিভিন্ন বিদ্যালয়ে জিম, খেলার মাঠ এবং বেশ কয়েকটি ছোট ছোট ইন্ডোর স্টেডিয়াম তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে ৷ এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের সদস্য তথা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকারও ।
আরও পড়ুন :পিকে-আইপ্যাকের জোড়াফলায় মোদিকে হারানোর পরিকল্পনা কষছে মমতার দল
জানা গিয়েছে, এই দিনের বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস । দার্জিলিং জেলায় তৃণমূল কংগ্রেসের ভরাডুবি নিয়ে গৌতম দেব এবং রঞ্জন সরকারের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেন তিনি । কথা হয় পাহাড়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও ৷
এ নিয়ে গৌতম দেব বলেন, "শহরের ছোট ছোট কিছু ইন্ডোর স্টেডিয়াম-সহ শিলিগুড়ি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে ঢেলে সাজানোর প্রস্তাব দেওয়া হয়েছে মন্ত্রীকে । তিনি একটি প্রজেক্ট রিপোর্ট দ্রুত জমা দিতে বলেছেন । ক্রীড়া দফতরের অধীনে বেশ কয়েকটি স্কুলের মাঠ এবং ছোট ছোট 20 থেকে 25 লক্ষ টাকার ইন্ডোর স্টেডিয়াম তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে । এর আগে শহরের উন্নয়নে এই ধরনের প্রস্তাব কোনওদিন রাজ্য সরকারের কাছে পাঠানো হয়নি ।"
আরও পড়ুন :শুভেন্দুর অভিযোগ পেয়েই দিল্লি যাত্রা ধনকড়ের, সফর নিয়ে জল্পনা
বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে রঞ্জন সরকার বলেছেন, "সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে । সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে বলেছেন তিনি । দলকে কী করে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে ।" বৈঠকের পর মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, "প্রশাসক বোর্ডের চেয়ারম্যান এবং সদস্য এসে দেখা করেছেন, শহরের উন্নয়নে বেশ কিছু প্রস্তাব তাঁরা তুলে ধরেছেন । প্রশাসক বোর্ড করোনা অতিমারিতে খুব ভাল কাজ করছে ৷ আশা করি আগামীতে সাধারণ মানুষ এই বোর্ডকে সমর্থন করবে ।"
আরও পড়ুন:মাতৃশোকে পার্থর পাশে মুকুল-শুভ্রাংশু, সৌজন্যের আবহে কি সম্পর্ক মেরামতির চেষ্টা?
তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে প্রাথমিকভাবে বৈঠক সেরে নিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূলের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস । জেলা তৃণমূলের সমতলে সাংগঠনিক শক্তি কী পর্যায় রয়েছে সে বিষয়টিও খতিয়ে দেখেছেন তিনি । পৌরনিগম নির্বাচন হলে দল কেমন ফলাফল করবে, সে বিষয়ে গৌতম দেব এবং রঞ্জন সরকারের সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তা সেরে নিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ।