শিলিগুড়ি, 1 মে: কোরোনা আবহে যখন গোটা দেশ ঘরবন্দী তখনও দেশের সুরক্ষায় সীমান্তরক্ষীরা ৷ এই সকল জওয়ানদের সংক্রমণের হাত থেকে বাঁচাতে নিয়মিত থার্মাল স্ক্রিনিং করছে BSF। এছাড়াও নিয়মিত স্যানিটাইজ করা হচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্তের BOP এলাকায় অবস্থিত গেটসহ বিস্তীর্ণ এলাকাগুলিকে ।
সীমান্তে দিনে 2 বার থার্মাল স্ক্রিনিং BSF জওয়ানদের - BOP
নিয়মিত স্যানিটাইজ করা হচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্তের BOP এলাকায় অবস্থিত গেটসহ বিস্তীর্ণ এলাকাগুলিকে । সীমান্তরক্ষীদের সুবিধার্থেই এই ব্যবস্থা ৷
বিষয়টি নিয়ে চেকপয়েন্ট BSF-র এক কর্তা জানান, "যে পরিস্থিতিই হোক না কেন সীমান্ত থেকে নজর সরানোর কোনও উপায় নেই। তাই টহল অব্যাহত রয়েছে। এক্ষেত্রে জওয়ানদের কাজে পাঠানোর সময় এবং তাঁদের ডিউটি শেষ হলে নিয়ম মেনে দুবেলাই করা হচ্ছে স্যানিটাইজ । পাশাপশি হচ্ছে থার্মাল স্ক্রিনিংও । স্বাস্থ্য পরীক্ষা হওয়ার পরই ব্যারাকে ফিরছেন জওয়ানেরা।"
এছাড়াও BSF সূত্রে জানানো হয়েছে, এখন ফুলবাড়ি-সহ বিভিন্ন TCP চেকপয়েন্ট বন্ধ রয়েছে । ফলে বন্ধ রয়েছে দু'দেশের বাসিন্দাদের যাতায়াতও । এছাড়াও প্রতিটি সীমান্ত চৌকিকে জানিয়ে দেওয়া হয়েছে নিয়ম মেনে চালিয়ে যেতেই হবে নজরদারি। পাশাপাশি জওয়ানদের সুরক্ষার বিষয়টিও মাথায় রাখতে হবে৷