পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

QR কোড গ্রহণ করতেই প্রতারিত শিলিগুড়ির যুবক - paytm

QR কোড স্ক্যান করে গ্রহণ করতেই কেটে নিল 8 হাজার টাকা । ব্যবহৃত মোবাইল বিক্রি করতে গিয়ে প্রতারিত হলেন শিলিগুড়ির গোবিন্দ দাস ৷ প্রতারকের পাল্লায় পড়েছেন বুঝতে পেরে ব্যাঙ্ক ও অনলাইনে টাকা লেনদেনকারী একটি সংস্থার কাছে অভিযোগ জানান ৷ অথচ কোনও সুরাহা মেলেনি ৷ শেষমেশ সাইবার ক্রাইম থানার পুলিশের দ্বারস্থ হন ওই যুবক ৷

A young man from Siliguri cheated
প্রতারিত শিলিগুড়ির এক যুবক

By

Published : Nov 26, 2019, 4:02 PM IST

Updated : Dec 1, 2019, 1:52 AM IST

শিলিগুড়ি, 26 নভেম্বর : QR কোড স্ক্যান করে গ্রহণ করতেই কেটে নিল টাকা । ব্যবহৃত মোবাইল বিক্রি করতে একটি ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছিল শিলিগুড়ির এক যুবক । সেই মোবাইল কেনার নামেই প্রতারণা করা হয় তাঁর সঙ্গে । এই ঘটনার জেরে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবক। নাম গোবিন্দ দাস ৷ তিনি শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকার বাসিন্দা । গোবিন্দবাবু নিজের ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি করতে একটি নামী সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেন । ওই বিজ্ঞাপন দেখে মোবাইল কিনতে আগ্রহী হন এক ব্যক্তি । টেলিফোনে ওই ব্যক্তি গোবিন্দের সঙ্গে যোগাযোগ করেন ৷ ওই ব্যক্তি জানিয়েছিলেন, "আমিও শিলিগুড়ির বাসিন্দা । কর্মসূত্রে ভারতীয় সেনায় বর্তমানে কর্মরত । তাই আপাতত শিলিগুড়ির বাইরে আছি । আপাতত অগ্রিম হিসেবে 4 হাজার টাকা অনলাইনে UPI পেমেন্ট করে দেব । বাকি টাকাটা দিয়ে একদিনের মধ্যেই ওই মোবাইলটি নিয়ে যাবেন আমার এক পরিচিত ।"

গোবিন্দ তাতেই রাজি হয়ে যান ৷ দ্রুত তাঁর কাছে একটি QR কোড আসে । তা গ্রহণ করা মাত্রই অগ্রিম ওই 4 হাজার টাকা মিলবে বলে জানান ও প্রান্তের ব্যক্তি । কথামতো QR কোড গ্রহণ করতেই 4 হাজার টাকা মেলার বদলে উলটে গোবিন্দের অ্যাকাউন্ট থেকে 4 হাজার টাকা কেটে নেওয়া হয় । দ্রুত ওই ব্যক্তিকে গোবিন্দ তা জানালে ওই ব্যক্তি জানান ভুল করে অন্য QR কোড পাঠিয়ে ফেলেছিলেন তিনি । তাই ওই 4 হাজার টাকা ও অগ্রিম বাবদ আরও 4 হাজার অর্থাৎ 8 হাজার টাকা দিচ্ছেন বলে জানান তিনি । ফের আসে আর একটি QR কোড । ফের গ্রহণ করতেই কেটে নেওয়া হয় আরও 8 হাজার টাকা ।

প্রতারকের পাল্লায় পড়েছেন বুঝতে পেরে এরপর ব্যাঙ্ক ও অনলাইনে টাকা লেনদেনকারী একটি সংস্থার কাছে অভিযোগ জানান ৷ কিন্তু কোনও সুরাহা না পাওয়ায় শেষমেশ সাইবার ক্রাইম থানার পুলিশের দ্বারস্থ হন গোবিন্দ । সাইবার ক্রাইম বিশেষজ্ঞ রাজর্ষি রায় চৌধুরি এবিষয়ে বলেন, "ব্যাঙ্কিং ফ্রডের পাশাপাশি এবার UPI পেমেন্ট ব্যবস্থায় লোককে ভুল বুঝিয়ে QR কোড পাঠিয়ে বেশ কিছু প্রতারণার খবর পাওয়া গেছে । এক্ষেত্রে যেসব ব্যক্তি অনলাইনে টাকা লেনদেন করেন তাদের উচিত নিশ্চিত না হয়ে কোনও QR কোড স্ক্যান না করা । আমরা মানুষকে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছি ।"

দেখুন ভিডিয়ো
Last Updated : Dec 1, 2019, 1:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details