শিলিগুড়ি, 7 ফেব্রুয়ারি : শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনের বাকি আর মাত্র পাঁচদিন ৷ তার আগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একদিনে 10 জন করোনা রোগীর মৃত্যু (10 patients Death in one day in NBMCH) ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে শিলিগুড়িতে । করোনা আক্রান্তদের প্রত্যেকেই বেশ কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গিয়েছে । বেশিরভাগেরই কো-মর্বিডিটি ও অন্যান্য আনুষাঙ্গিক রোগ ছিল বলে হাসপাতাল সূত্রে খবর ।
মৃত 10জনের মধ্যে রয়েছেন, জলপাইগুড়ির কোতোয়ালির এক বাসিন্দা, দার্জিলিংয়ের গুলমার এক গৃহবধূ, আলিপুরদুয়ারের কুমারগ্রামের এক যুবতী, শিলিগুড়ি পৌরনিগমের 5 নম্বর ওয়ার্ডের এক কিশোরী, শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার এক মহিলা, জলপাইগুড়ির কিলকোর্ট চা বাগানের এক শ্রমিক, শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের এক ব্যক্তি, মাটিগাড়ার কলমজ্যোতের এক ব্যক্তি, শিলিগুড়ি পৌরনিগমের 23 নম্বর ওয়ার্ডের এক বৃদ্ধা, কোচবিহারের দিদেয়ার পাড়ের এক যুবতী ৷ এরা প্রত্যেকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ব্লকে চিকিৎসাধীন ছিলেন ।