পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Covid in NBMC : উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে 1 দিনে করোনায় মৃত 10, উদ্বেগ শিলিগুড়িতে

সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Covid in NBMC) একদিনে 10 জন করোনা আক্রান্তের মৃত্যুতে উদ্বেগ ছড়িয়েছে এলাকায় ৷

Covid in NBMC
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ

By

Published : Feb 7, 2022, 12:11 PM IST

শিলিগুড়ি, 7 ফেব্রুয়ারি : শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনের বাকি আর মাত্র পাঁচদিন ৷ তার আগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একদিনে 10 জন করোনা রোগীর মৃত্যু (10 patients Death in one day in NBMCH) ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে শিলিগুড়িতে । করোনা আক্রান্তদের প্রত্যেকেই বেশ কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গিয়েছে । বেশিরভাগেরই কো-মর্বিডিটি ও অন্যান্য আনুষাঙ্গিক রোগ ছিল বলে হাসপাতাল সূত্রে খবর ।

মৃত 10জনের মধ্যে রয়েছেন, জলপাইগুড়ির কোতোয়ালির এক বাসিন্দা, দার্জিলিংয়ের গুলমার এক গৃহবধূ, আলিপুরদুয়ারের কুমারগ্রামের এক যুবতী, শিলিগুড়ি পৌরনিগমের 5 নম্বর ওয়ার্ডের এক কিশোরী, শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার এক মহিলা, জলপাইগুড়ির কিলকোর্ট চা বাগানের এক শ্রমিক, শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের এক ব্যক্তি, মাটিগাড়ার কলমজ্যোতের এক ব্যক্তি, শিলিগুড়ি পৌরনিগমের 23 নম্বর ওয়ার্ডের এক বৃদ্ধা, কোচবিহারের দিদেয়ার পাড়ের এক যুবতী ৷ এরা প্রত্যেকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ব্লকে চিকিৎসাধীন ছিলেন ।

তবে মৃত্যুর সংখ্যা বাড়লেও করোনা সংক্রমণের গ্রাফ অনেকটাই কম শহরে । গত 24 ঘন্টায় দার্জিলিংয়ে 47 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ তার মধ্যে রয়েছে শিলিগুড়ি পৌরনিগম এলাকার 15 জন, দার্জিলিং পৌরসভার 3 জন, কার্শিয়াং পৌরসভার 3, মিরিকের 2, সুখিয়াপোখরি ও বিজনবাড়ি থেকে 6জন, তাকদা ও খড়িবাড়ি ব্লকে 8 জন, মাটিগাড়া ব্লকে 8জন, নকশালবাড়ি ব্লকে 1জন ও ফাঁসিদেওয়া ব্লকে 1 জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন । পাশাপাশি শেষ 24 ঘণ্টায় 105 জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । তবে আচমকা একদিনে 10 জন করোনা আক্রান্তের মৃত্যুতে উদ্বেগের সৃষ্টি হয়েছে ৷

আরও পড়ুন :Cancer Treatment in NBMCH : উত্তরবঙ্গ মেডিক্যালে মিলবে উন্নত ক্যানসার চিকিৎসা, পরিষেবার উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details