পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CPIM calls for Alliance: ত্রিপুরায় বিজেপি বিরোধী জোটের পক্ষে সওয়াল সিপিএমের - সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি

সিপিএম ত্রিপুরাতে জোটের জন্য আহ্বান জানাল বিজেপি বিরোধী দলগুলিকে ৷ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এই প্রস্তাব দিয়েছেন ৷ মাসখানেকের মধ্যেই ত্রিপুরায় বিধানসভা ভোট (Tripura Assembly Elections 2023) ৷ তার আগে বিরোধী জোট তৈরি হয় কি না দেখার ৷

CPIM GS Sitram Yechury
CPIM GS Sitram Yechury

By

Published : Jan 12, 2023, 8:46 PM IST

আগরতলা (ত্রিপুরা), 12 জানুয়ারি: ত্রিপুরায় বিজেপি (BJP) এবং তার সাম্প্রদায়িক মতাদর্শকে পরাস্ত করার জন্য অন্যান্য ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে বৃহত্তর ঐক্য তৈরি করতে প্রস্তুত সেখানকার বিরোধী দল সিপিএম ৷ একথাই জানিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (CPIM GS Sitram Yechury) ৷ তিনি বলেন, ‘‘ত্রিপুরায় বিজেপিকে হারাতে সিপিএম সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ।’’

ইয়েচুরির নিশানায় বিজেপি:তিনি বলেন, “উত্তর পূর্ব ও জাতীয় রাজনীতির প্রেক্ষাপটের প্রেক্ষিতে আমরা এই আসন্ন বিধানসভা নির্বাচনকে শুধুমাত্র ত্রিপুরার জনগণের জন্যই নয়, গণতন্ত্রের স্বার্থে, আইনের শাসন এবং সংবিধানের শাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি ।’’ ইয়েচুরির আরও দাবি, 2018 সালে বিজেপি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, গত পাঁচ বছরে তার একটাও পূরণ হয়নি ৷

তিনি আরও বলেন, “বিজেপি রাজ্যে মাদকের আতঙ্ক দূর করার কথা বলেছিল ৷ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, ত্রিপুরা এখন করিডোর, যা সপ্তম বেতন কমিশনের অংশ হয়ে উঠেছে । প্রতিশ্রুতির একটিও পূরণ হয়নি । কিন্তু তারা সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা এবং তা ভয়ঙ্কর করার জন্য তাদের নিজস্ব প্রচেষ্টার পুনরাবৃত্তি করার চেষ্টা করছে ৷ তাই তাঁর মতে, ত্রিপুরায় আইনের শাসন ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে বিজেপিকে পরাজিত করতে হবে ।

সিপিএমের জোট-প্রস্তাব:তিনি বলেন, “এটাই সিপিএমের মূল লক্ষ্য এবং এই লক্ষ্য অর্জনের জন্য আমরা আমাদের রাজ্য কমিটির বৈঠকে আলোচনা করেছি ৷ আমাদের প্রাথমিক ফোকাস হল সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তির সহযোগিতা এবং ঐক্য কামনা করা ৷ যাতে জনগণের স্বার্থে বিজেপির পরাজয় নিশ্চিত করা যায় । ত্রিপুরা এবং ভারতের সংবিধানের শাসনের স্বার্থে এবং আমাদের রাজ্য নেতৃত্ব এটি অনুসরণ করবে ৷”

তিনি আরও বলেন, “রাজ্য কমিটিকে বোঝাপড়ার বিষয়ে আলোচনা করার ক্ষমতা দেওয়া হয়েছে । আমরা কংগ্রেস এবং টিপ্রা মোথাকে এমন দল হিসাবে দেখি, যারা সংবিধানে বিশ্বাস করে এবং তারা নিশ্চিত করতে চায় যে লোকেরা তাঁদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে ৷’’

বৃহত্তর টিপরাল্যান্ড:'বৃহত্তর টিপরাল্যান্ড' নিয়ে তাঁর অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইয়েচুরি বলেন, তাঁরা সংবিধানের বাইরে যাচ্ছেন না । তাই সংবিধানের কাঠামোর মধ্যেই তাঁরা দাবি জানাচ্ছেন । তাঁরা সাংবিধানিক সমাধানের জন্য আওয়াজ তুলছেন । আমরা টিটিএএডিসি (TTAADC)-এর ক্ষমতায়নের জন্য একটি সাংবিধানিক সংশোধনী নিয়েছি, যখন টিপ্রা (TIPRA) একটি সাংবিধানিক সমাধান চাইছে । তবে সংবিধানের কাঠামোর মধ্যে যা করা সম্ভব তা করা যেতে পারে ।”

আরও পড়ুন:ভয় থেকেই রক্তদান শিবিরে আক্রমণ করছে বিজেপি, অভিযোগ সিপিএমের মানিকের

ABOUT THE AUTHOR

...view details