আগরতলা (ত্রিপুরা), 12 জানুয়ারি: ত্রিপুরায় বিজেপি (BJP) এবং তার সাম্প্রদায়িক মতাদর্শকে পরাস্ত করার জন্য অন্যান্য ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে বৃহত্তর ঐক্য তৈরি করতে প্রস্তুত সেখানকার বিরোধী দল সিপিএম ৷ একথাই জানিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (CPIM GS Sitram Yechury) ৷ তিনি বলেন, ‘‘ত্রিপুরায় বিজেপিকে হারাতে সিপিএম সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ।’’
ইয়েচুরির নিশানায় বিজেপি:তিনি বলেন, “উত্তর পূর্ব ও জাতীয় রাজনীতির প্রেক্ষাপটের প্রেক্ষিতে আমরা এই আসন্ন বিধানসভা নির্বাচনকে শুধুমাত্র ত্রিপুরার জনগণের জন্যই নয়, গণতন্ত্রের স্বার্থে, আইনের শাসন এবং সংবিধানের শাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি ।’’ ইয়েচুরির আরও দাবি, 2018 সালে বিজেপি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, গত পাঁচ বছরে তার একটাও পূরণ হয়নি ৷
তিনি আরও বলেন, “বিজেপি রাজ্যে মাদকের আতঙ্ক দূর করার কথা বলেছিল ৷ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, ত্রিপুরা এখন করিডোর, যা সপ্তম বেতন কমিশনের অংশ হয়ে উঠেছে । প্রতিশ্রুতির একটিও পূরণ হয়নি । কিন্তু তারা সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা এবং তা ভয়ঙ্কর করার জন্য তাদের নিজস্ব প্রচেষ্টার পুনরাবৃত্তি করার চেষ্টা করছে ৷ তাই তাঁর মতে, ত্রিপুরায় আইনের শাসন ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে বিজেপিকে পরাজিত করতে হবে ।