পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মহানন্দা নদীর অস্থায়ী সেতু ভাঙল ক্ষুব্ধ জনতা - malda municipal corporation

প্রশাসনকে জানিয়েও কোন লাভ না হওয়াতে মহানন্দা নদীর উপরে মালদা বইমেলার কারণে তৈরী হওয়া অস্থায়ী সেতু ভাঙল ক্ষুব্ধ জনতা ।

অস্থানীয় সেতু

By

Published : Jun 9, 2019, 11:15 PM IST

মালদা , ৯ জুন : বারবার প্রশাসনকে জানিয়ে কোনও ফল মেলেনি । বাধ্য হয়েই মহানন্দা নদীর ওপরের অস্থায়ী সেতু ভাঙলেন স্থানীয় বাসিন্দারা । গোটা বিষয়ে দুই পৌরকর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি ।

এবছরের মালদা জেলা বইমেলাকে শহরের প্রাণকেন্দ্র থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মহানন্দা নদীর ঘাটে । শহর থেকে দূরে নদীর ঘাটে বইপ্রেমীদের আকর্ষিত করতে তৈরি করা হয়েছিল অস্থায়ী সেতু । বইমেলা শেষ হওয়ার পাঁচ মাস হতে চললেও তুলে দেওয়া হয়নি অস্থায়ী সেতুটি । মহানন্দার ওপরে সেতু হওয়ায় যাতায়াতের খানিকটা সুবিধে হলেও, সেই অস্থায়ী সেতুর কারণে নদীর আবর্জনা রয়েই যাচ্ছে । ফলে নদীর একপ্রান্ত ভরে উঠেছে কচুরিপানায় । নোংরা জলে বাসা বেঁধেছে পোকামাকড় । দৈনন্দিন কাজে সেই জল ব্যবহার করতে গিয়ে চর্মরোগে ভুগছেন স্থানীয় মানুষজন ।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কাউন্সিলরের সঙ্গে সঙ্গে পৌরসভাতেও এই বিষয়টি জানানো হয়েছে । স্থানীয় কাউন্সিলর-সহ পৌরকর্তৃপক্ষ নদী সংস্কারের আশ্বাস দিলেও তা হয়ে ওঠেনি । বাধ্য হয়েই আজ স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে ওই অস্থায়ী সেতু ভেঙে দেন ।

স্থানীয় বাসিন্দা গোবিন্দ রায় বলেন, “গত তিন-চার মাস ধরে মহানন্দা নদীতে কচুরিপানা, আবর্জনা জমে আছে । বইমেলা চলাকালীন এই অস্থায়ী সেতু তৈরি করা হয় । জমা জলে পোকামাকড় বাসা বেঁধেছে । নদীর জলে স্নান করতে গিয়ে চর্মরোগ হচ্ছে । বাড়ির মহিলাদের দৈনন্দিন কাজে সমস্যা হচ্ছে । স্থানীয় কাউন্সিলর-সহ পৌরসভার চেয়ারম্যানকেও বিষয়টি জানানো হয়েছে । পৌর কর্তৃপক্ষ সাতদিনের মধ্যে নদী সংস্কারের আশ্বাস দিয়েছিল । কিন্তু এখনও পর্যন্ত কোনও কাজ হয়নি । বাধ্য হয়েই আজ আমরা এই অস্থায়ী সেতু ভেঙে ফেলেছি ।”

ABOUT THE AUTHOR

...view details