কালিয়াচক, 20 এপ্রিল : লকডাউনেও অব্যাহত ব্রাউন শুগার পাচারচক্র ৷ 255 গ্রাম ব্রাউন শুগার সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ ৷ ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
লকডাউনে সক্রিয় মাদক পাচারকারী, মালদায় গ্রেপ্তার 2
গতকাল রাতে কালিয়াচক থানার পুলিশ হানা দিয়ে 255 গ্রাম ব্রাউন শুগারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ৷ ধৃতদের কাছ থেকে একটি প্রাইভেট গাড়ি ও দু’টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন৷ আজ থেকে লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে৷ যদিও লকডাউন বজায় রাখতে ব্যস্ত পুলিশ প্রশাসন ৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে মাদক পাচারকারীরা ৷ গতকাল রাতে কালিয়াচক থানার পুলিশ হানা দিয়ে 255 গ্রাম ব্রাউন শুগারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ৷ ধৃতদের নাম মিনাতুল্লা (21) ও পঙ্কজ দে (28) ৷ মিনাতুল্লা কালিয়াচকের সুজাপুরের বাসিন্দা ৷ পঙ্কজের বাড়ি দার্জিলিংয়ের প্রধাননগরে ৷ ধৃতদের কাছ থেকে একটি প্রাইভেট গাড়ি ও দু’টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে সুজাপুর পঞ্চায়েত অফিসে সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয় ৷ ঘটনাস্থান থেকে 255 গ্রাম ব্রাউন শুগারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের বিরুদ্ধে 21(C)/29 NDPS ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷ ধৃতরা ওই ব্রাউন শুগার কোথা থেকে কোথায় পাচার করার চেষ্টা করছিল তা জানার চেষ্টা চলছে ৷ পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷