পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

একরাতে পাঁচটি মন্দিরে চুরি - temple

পাঁচটি মন্দিরের তালা ভাঙা। গয়না সহ সমস্ত বাসনপত্র চুরি। গতরাতে ঘটনাটি হয়েছে ইংরেজবাজারের যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর বাগানপাড়ার।

মন্দির

By

Published : Feb 14, 2019, 3:35 PM IST

মালদা, ১৪ ফেব্রুয়ারি : একরাতে পাঁচটি মন্দিরে চুরি। গতরাতে ঘটনাটি হয়েছে ইংরেজবাজারের যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর বাগানপাড়ার। স্থানীয় বাসিন্দারা খবর দেয় ইংরেজবাজার থানায়। ঘটনাস্থানে গিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দা কৌশিক ঘোষ বলেন, আজ সকালে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করে পাঁচটি মন্দিরের তালা ভাঙা। গয়না সহ সমস্ত বাসনপত্র চুরি হয়েছে। এলাকায় পুলিশি টহলদারির ব্যবস্থা করা হোক।

একই বক্তব্য অপর এক বাসিন্দা মিহির মাহান্তের। তিনি বলেন, দুষ্কৃতীরা ৫-৬ লাখ টাকার সামগ্রী নিয়ে পালিয়েছে। বছর পাঁচেক আগে পুলিশ এলাকায় টহল দিত। কিন্তু এখন এসব কিছুই হয় না। রাতে এই এলাকায় মদের আসর বসে। জুয়া খেলা হয়। পুলিশে অভিযোগ করেও কোনও ফল হয়নি।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details