পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পুলিশি সচেতনতা সত্ত্বেও ফের গণপিটুনি মালদায় , গ্রেপ্তার 2

ফের চোর সন্দেহে গণপিটুনি মালদায় ৷ গ্রেপ্তার দুই ৷ জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে ৷

মালদা গণপিটুনি

By

Published : Oct 17, 2019, 9:44 AM IST

Updated : Oct 17, 2019, 10:47 AM IST

মালদা, 17 অক্টোবর : গণপিটুনি রুখতে মালদা জেলাজুড়ে প্রচার চালাচ্ছে পুলিশ ৷ কিন্তু, তারপরও রোখা যাচ্ছে না গণপিটুনির ঘটনা ৷ ফের তা প্রমাণিত হল ৷ এবার ঘটনাস্থান রামকৃষ্ণপল্লি সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক এলাকা ৷ সেখানে দুই যুবককে চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় ৷ অভিযুক্তদের মধ্যে দু'জনকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷

মালদা শহরের রথবাড়ি মোড় থেকে সুকান্ত মোড় পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়কের ধারে একাধিক শপিং মল তৈরি হয়েছে ৷ গত দু'মাস ধরে সেই সব শপিং মলের পার্কিং এরিয়া থেকে গাড়ি ও মোবাইল চুরির ঘটনা বেড়েছে ৷ স্থানীয়দের বক্তব্য, গতকাল দুপুরে দুই যুবককে একটি মোটরবাইক নিয়ে পালাতে দেখে তাদের হাতে নাতে ধরে ফেলে আশপাশের লোকজন । তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি মোবাইল ফোন । সেই মোবাইলটিও চোরাই বলে অনুমান স্থানীয়দের । এরপরেই চোর সন্দেহে তাদের মারধর করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ ৷ ক্ষুব্ধ জনতার হাত থেকে ওই দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷

দেখুন ভিডিয়ো...

পুলিশ সূত্রে খবর, আক্রান্তদের নাম মনোতোষ দাস ও জয়ন্ত সাহা । দু'জনেরই বাড়ি মালদা শহরের তেলিপুকুরে । এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে দুই যুবক গ্রেপ্তার হয়েছে । আরও কারা মারধরের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে ৷

গণপিটুনির ঘটনা রুখতে মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়ার বার্তা, "পুলিশ আপনাদের সেফটি ও সিকিউরিটির জন্য রয়েছে ৷ আপনারা আইন নিজের হাতে না তুলে পুলিশকে ইনফর্ম করুন ৷ পুলিশকে সাহায্য করুন ৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান ৷ হাতে আইন তুলে নেওয়া সভ্য সমাজের জন্য ঠিক নয় ৷ যারা এ ধরনের কাজ করবেন তাদের কড়া শাস্তি দেওয়া হবে ৷" সংশ্লিষ্ট ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, "দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে ৷ " এই ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

এর আগে চলতি মাসের 12 তারিখ মালদার ইংরেজবাজারের 3 নম্বর গভর্নমেন্ট কলোনিতে চোর সন্দেহে দুই যুবককে বেধড়ক মারধর করে স্থানীয়রা ৷

Last Updated : Oct 17, 2019, 10:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details