মালদা, 17 অক্টোবর : গণপিটুনি রুখতে মালদা জেলাজুড়ে প্রচার চালাচ্ছে পুলিশ ৷ কিন্তু, তারপরও রোখা যাচ্ছে না গণপিটুনির ঘটনা ৷ ফের তা প্রমাণিত হল ৷ এবার ঘটনাস্থান রামকৃষ্ণপল্লি সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক এলাকা ৷ সেখানে দুই যুবককে চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় ৷ অভিযুক্তদের মধ্যে দু'জনকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷
মালদা শহরের রথবাড়ি মোড় থেকে সুকান্ত মোড় পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়কের ধারে একাধিক শপিং মল তৈরি হয়েছে ৷ গত দু'মাস ধরে সেই সব শপিং মলের পার্কিং এরিয়া থেকে গাড়ি ও মোবাইল চুরির ঘটনা বেড়েছে ৷ স্থানীয়দের বক্তব্য, গতকাল দুপুরে দুই যুবককে একটি মোটরবাইক নিয়ে পালাতে দেখে তাদের হাতে নাতে ধরে ফেলে আশপাশের লোকজন । তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি মোবাইল ফোন । সেই মোবাইলটিও চোরাই বলে অনুমান স্থানীয়দের । এরপরেই চোর সন্দেহে তাদের মারধর করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ ৷ ক্ষুব্ধ জনতার হাত থেকে ওই দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷