মালদা, 25 সেপ্টেম্বর: মহালয়ায় পিতৃপক্ষ শেষে মাতৃপক্ষ শুরু ৷ দেবীর আবাহনে আবালবৃদ্ধবনিতা ৷ পণ্ডিতরা বলেন, দেবী অর্থে নারীশক্তিরই আবাহন করা হয় এদিন (Malda Pujo) ৷ সেই শক্তির বিকাশ দেখলেন চাঁচলবাসী ৷ এবারই প্রথম ৷ এবার চাঁচল বারোয়ারি দুর্গাপুজো কমিটির 75 বছর পূর্তি ৷ মহালয়ার দিন থেকেই পুজোর উৎসব শুরু হল সেখানে ৷ উৎসব শুরুর বার্তা চাঁচলবাসীর কাছে পৌঁছে দিল 10টি ঢাকের আওয়াজ ৷ পৌঁছে দিলেন 10 জন নারী ৷ শুধু বোল তোলাই নয়, ঢাক বাজানোকে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন তাঁরা ৷ তাঁদের হাতের বোলে দুলে উঠল নয় থেকে নব্বইয়ের কোমর ৷ এভাবেই রবিবাসরীয় সকালে উৎসবের স্রোত আছড়ে পড়ল চাঁচলে ৷
1948 সালে চাঁচল বারোয়ারি পুজো কমিটির মাতৃ আরাধনা শুরু হয় ৷ চাঁচল রাজ পরিবারই এই পুজো শুরু করে ৷ পরবর্তীতে পুজো বারোয়ারি রূপ পায় ৷ এবার সেই পুজোর হীরক জয়ন্তী বর্ষ ৷ এদিন থেকেই উদ্যোক্তারা পুজোর উৎসব শুরু করে দেন ৷ সকালে উত্তর 24 পরগণার মহিলা ঢাকির দল গোটা চাঁচল ঘুরে এই পুজোর সূচনার বার্তা সবাইকে পৌঁছে দেন ৷
আরও পড়ুন:মহালয়াতে পুজো শুরু বাগানেও, সুরুচি সংঘে ঢাক বাজালেন কাউকো-পোগবা